"কেমন মা তুমি" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
~~~~~~~~~~
বছর শেষে মা আসেন বেড়াতে -
একবার বাপের বাড়ি -
আমার বাপের নেই কোনো ঠিক -
আমি শুধু কেঁদে মরি !
নারী চরিত্র খারাপ হলে -
বেশ্যা তাকে বলে -
বেশ্যা আমায় বানিয়েছে যারা -
বলো মা, তাদের কি নামে ডাকে ?
যে বাবুরা আসে রাতের আঁধারে -
আমার গরীব ঘরে -
টাকার বিনিময়ে শরীর কেনে -
কখনো নেয় না নিজের করে |
মায়ের জীবন যে ভাবে কেটেছে -
আমারও কাটছে তাই -
বাঁচাও মা আমাকে তুমি -
আমি পরিত্রান চাই |
অভাব আমায় করেছে বেশ্যা -
হয়নিকো নিজ থেকে -
আমিও চাই একটি সংসার -
জগৎজননী, একটু দাও সে অধিকার |
নন্দা 26.9.16 2AM.
No comments:
Post a Comment