"ভালোবাসা কারে কয়" (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
++++++++
ভালোবাসা --
মিছে আশা সর্বনাশা ,
ভালোবাসা --
মুখে নয় বোঝো শুধু চোখের ভাষা ,
ভালোবাসা --
বিশ্বাসের ভীত গড় শক্ত করে ,
ভালোবাসা --
রাখো বেঁধে তাকে বাহুডোরে ,
ভালোবাসা --
সারাজীবন থাকো শুধু হাতটি ধরে ,
ভালোবাসা --
সুখ-দুঃখগুলি ভাগ করে নিও নিজেদের মত করে ,
ভালোবাসা --
শুধু পরস্পরের বোঝাপড়া -
সারাজীবন এক সাথে থাকার অঙ্গীকার করা ,
একে অপরের দোষ ত্রূটিগুলি শুধরে নেওয়া ,
জীবনে সকল কাজে ,সকল সময় পাশে থাকা |
এর ই নাম ভালোবাসা --
কি তাই তো ?
'নন্দা' 28.9.16 2-30AM.
++++++++
ভালোবাসা --
মিছে আশা সর্বনাশা ,
ভালোবাসা --
মুখে নয় বোঝো শুধু চোখের ভাষা ,
ভালোবাসা --
বিশ্বাসের ভীত গড় শক্ত করে ,
ভালোবাসা --
রাখো বেঁধে তাকে বাহুডোরে ,
ভালোবাসা --
সারাজীবন থাকো শুধু হাতটি ধরে ,
ভালোবাসা --
সুখ-দুঃখগুলি ভাগ করে নিও নিজেদের মত করে ,
ভালোবাসা --
শুধু পরস্পরের বোঝাপড়া -
সারাজীবন এক সাথে থাকার অঙ্গীকার করা ,
একে অপরের দোষ ত্রূটিগুলি শুধরে নেওয়া ,
জীবনে সকল কাজে ,সকল সময় পাশে থাকা |
এর ই নাম ভালোবাসা --
কি তাই তো ?
'নন্দা' 28.9.16 2-30AM.
No comments:
Post a Comment