"আমার স্বপন হলো মিছে" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
+++++++++++++++++
অনেক ছিলো স্বপ্ন আমার -
যদি আমায় ভালোবাসতে ,
স্বপনগুলো করতাম পূরণ -
তোমার সাথে হাসতে হাসতে |
অনেক দূরে যাওয়ার ছিলো -
যদি রাখতে হাতে হাত ,
তোমায় আমি সঙ্গী করেই -
পেড়িয়ে যেতাম বন্ধুর পথ |
গভীর রাতে আমায় তুমি -
কাছে যদি ডাকতে ,
জীবনপথে যেতাম না ভেসে -
মহাসাগর স্রোতে |
আমায় তুমি কাঁদিয়ে গেলে -
থাকলে না মোর কাছে ,
পিছন থেকে ডাকবো না আর ,
স্বপ্নগুলো হোক না মোর মিছে |
+=++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 7.9.16 2-40AM
No comments:
Post a Comment