Tuesday, August 30, 2016

"কাঙ্গাল"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
+++++++++++++++++
তোকে ভালোবেসে আমার শেষ সম্বলটুকু ,
তোর হাতে তুলে দিয়েছিলাম ;
বিধবা মা অতি কষ্ট করে -
সেগুলো আমার বিয়ের জন্য গড়িয়েছিলেন |
সুযোগ পেয়েও টাকার অভাবে -
তোর পড়াশুনা বন্ধ হয়ে যাচ্ছিলো ;
আমি ভেবেছিলাম তুই চাকরী পেলেই তো -
আবার ওগুলো গড়ে নিতে পারবো ,
তোকে নিজের করে পাবো ,সুখী জীবন গড়বো ;
তোকে বিশ্বাস করেছিলাম -
কিন্তু চিনতে পেরেছিলাম না |
তোর পড়াশুনা শেষ হোলো ,
তুই ভালো চাকরীও পেলি ,
আমি কিন্তু তোকে পেলাম না |
ভালোবেসে বিয়ে করলি -
বড়লোকের একমাত্র মেয়েকে ,
আমার সাথে কোনো যোগাযোগ না রেখে !!
তবে আমায় কেনো বলেছিলি ?
 "ভালোবাসি তোকে -"
       আজ মনে হয় -
ভালোবাসতে তুই জানিস না ,
ভালোবাসার মানে তুই বুঝিস না ,
তুই আসলে টাকার কাঙ্গাল ,
তোর কাছে ভালোবাসা নয় -
        টাকাটাই সব |
+++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী  28.8.16 11PM.

No comments:

Post a Comment