"ঘুমাতে দাও" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
++++++++++++++++++++++++
একটু আস্তে আস্তে কথা বলো তোমরা -
এতো ক্যামেরা ,এতো কোলাহল কেনো ?
কাল যখন যন্ত্রনায় ও আর্তনাদ করেছে ;
বাঁচাও ,বাঁচাও -বলে চিৎকার করেছে -
কেউ তো ওকে বাঁচাতে আসোনি !
তবে আজ কেনো, এতো মানুষের ভিড় ?
কাল রাতে একদল মানুষরূপী পশু ওকে ছিড়ে খেয়েছে
হয়তো আজ যারা ভিড় করেছে এখানে -
এদের মধ্যেই কেউ আছে ;
যার হাত থেকেও ও রেহাই পাইনি !
আজ এখানে মজা লুটতে এসেছে !
'বিচার চাই -'বলে গলা মেলাচ্ছে |
বিচার ? সেতো প্রহসন মাত্র !
ধর -পাকড় ,জেল -হাজত -
রোজ খবরের কাগজের প্রথম পাতায় ,
বড় বড় করে লেখা হেডলাইন -
'ধর্ষিতার বিচার চাই -'
কিছুদিন পরেই নেতাদের হস্তক্ষেপে ছাড়া পাওয়া ,
মিডিয়ার ছুটাছুটি বন্ধ !
না - কেউ ওর গায়ের উপর -
কোনো ফুলের স্তবক রেখো না ;
অনেক আঘাত ,অনেক কষ্ট পেয়েছে ও ,
ওই ভার ,ওই ফুলের কাঁটার আঘাত ,
আর ওকে দিও না -
ও ঘুমাক ,নিশ্চিন্তে ঘুমাক ,ওকে ঘুমাতে দাও শান্তিতে |
=====__======_=======__===___=
(নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 20.8.16 1AM.
++++++++++++++++++++++++
একটু আস্তে আস্তে কথা বলো তোমরা -
এতো ক্যামেরা ,এতো কোলাহল কেনো ?
কাল যখন যন্ত্রনায় ও আর্তনাদ করেছে ;
বাঁচাও ,বাঁচাও -বলে চিৎকার করেছে -
কেউ তো ওকে বাঁচাতে আসোনি !
তবে আজ কেনো, এতো মানুষের ভিড় ?
কাল রাতে একদল মানুষরূপী পশু ওকে ছিড়ে খেয়েছে
হয়তো আজ যারা ভিড় করেছে এখানে -
এদের মধ্যেই কেউ আছে ;
যার হাত থেকেও ও রেহাই পাইনি !
আজ এখানে মজা লুটতে এসেছে !
'বিচার চাই -'বলে গলা মেলাচ্ছে |
বিচার ? সেতো প্রহসন মাত্র !
ধর -পাকড় ,জেল -হাজত -
রোজ খবরের কাগজের প্রথম পাতায় ,
বড় বড় করে লেখা হেডলাইন -
'ধর্ষিতার বিচার চাই -'
কিছুদিন পরেই নেতাদের হস্তক্ষেপে ছাড়া পাওয়া ,
মিডিয়ার ছুটাছুটি বন্ধ !
না - কেউ ওর গায়ের উপর -
কোনো ফুলের স্তবক রেখো না ;
অনেক আঘাত ,অনেক কষ্ট পেয়েছে ও ,
ওই ভার ,ওই ফুলের কাঁটার আঘাত ,
আর ওকে দিও না -
ও ঘুমাক ,নিশ্চিন্তে ঘুমাক ,ওকে ঘুমাতে দাও শান্তিতে |
=====__======_=======__===___=
(নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 20.8.16 1AM.
No comments:
Post a Comment