"পথ চেয়ে আছি" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
+++++++++++++++++++++++
তোমার আশায় আছি বসে -
ভাদ্রের খরতাপে ,
বলেছিলে ফিরবে তুমি ,
আমায় ভালোবেসে |
বাতাসে যেনো পাই আমি -
তোমার গায়ের ঘ্রান ,
তোমার তরে হৃদয় আমার ,
আজও ভালোবাসায় অম্লান |
আমায় দিয়ে কথা তুমি -
রাখছো না সে কথা ,
ভালোবাসি বলেই কি ,
দিচ্ছ এত ব্যথা ?
++++++++++++++++++++
(নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 14.7.16 1AM.
+++++++++++++++++++++++
তোমার আশায় আছি বসে -
ভাদ্রের খরতাপে ,
বলেছিলে ফিরবে তুমি ,
আমায় ভালোবেসে |
বাতাসে যেনো পাই আমি -
তোমার গায়ের ঘ্রান ,
তোমার তরে হৃদয় আমার ,
আজও ভালোবাসায় অম্লান |
আমায় দিয়ে কথা তুমি -
রাখছো না সে কথা ,
ভালোবাসি বলেই কি ,
দিচ্ছ এত ব্যথা ?
++++++++++++++++++++
(নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 14.7.16 1AM.
No comments:
Post a Comment