"লড়তে হবে" (নন্দা মুখার্জী রায় চৌধুরী ).
++++++++++++++++++++++++
এমন দেশে নিলাম জনম ,
জম্ম হোলো বিফল !
নুন আনতে পান্তা ফুরায় ;
চাকরীর বড় আকাল !
কাঁচা লঙ্কা,একটি পেঁয়াজ,একটুখানি নুন ,
জোগাড়ে- খাই যে হিমশিম ;
কারখানাতে ঝুলছে তালা ,
বাজার দর আগুন |
মেয়েরা একলা চলতে গেলে ,
হারাচ্ছে তাদের মানটা !
করলে নালিশ-বেঘোরে দিচ্ছে প্রাণটা |
ভয়ে সবাই মুখ লুকিয়ে ,
চলছে পথে ঘাটে ;
বিপদ দেখলেও এগিয়ে আসেনা ,
নিজের প্রাণটা বাঁচাতে |
সাধারণ মানুষের দুঃখে ,
কাঁদে না কারও প্রাণ ;
বাঁচতে গেলে লড়তে হবে ,
বাঁচাতে হবে নিজের নিজের সম্মান |
++++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 20.8.16 10-45PM.
++++++++++++++++++++++++
এমন দেশে নিলাম জনম ,
জম্ম হোলো বিফল !
নুন আনতে পান্তা ফুরায় ;
চাকরীর বড় আকাল !
কাঁচা লঙ্কা,একটি পেঁয়াজ,একটুখানি নুন ,
জোগাড়ে- খাই যে হিমশিম ;
কারখানাতে ঝুলছে তালা ,
বাজার দর আগুন |
মেয়েরা একলা চলতে গেলে ,
হারাচ্ছে তাদের মানটা !
করলে নালিশ-বেঘোরে দিচ্ছে প্রাণটা |
ভয়ে সবাই মুখ লুকিয়ে ,
চলছে পথে ঘাটে ;
বিপদ দেখলেও এগিয়ে আসেনা ,
নিজের প্রাণটা বাঁচাতে |
সাধারণ মানুষের দুঃখে ,
কাঁদে না কারও প্রাণ ;
বাঁচতে গেলে লড়তে হবে ,
বাঁচাতে হবে নিজের নিজের সম্মান |
++++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 20.8.16 10-45PM.
No comments:
Post a Comment