Saturday, August 6, 2016

* কেনো প্রভেদ * ( নন্দা মুখার্জী )
++++++=+++====++=++++++++++====
ফুটপথেতে থাকি মোরা -
নেইকো ঘর ,বাড়ি -
বৃষ্টি হলেই কাক ভেজা -
শুধু পড়ে চোখের পানি /
বৃষ্টির ধারা চোখের ধারা -
মিলেমিশে হয় একাকার !
মোছার জন্য থাকেনা আঁচল -
তাও ভিজে একসার /
জম্ম যদি দিলেই প্রভু ,
ঘর দিলে না কেন কভু -
কেনো তোমার এতো ভেদাভেদ ?
বড় ,ছোটোর করলে প্রভেদ /
যাদের আছে অঢেল আছে ,
সে-তো তোমার ই দান ,
একটু হলেও দিতে যদি ,
খেয়ে পড়ে রাখতে পারতাম মান /
যাদের তুমি করেছো বড় !
তারাই আমাদের করছে  হেয় ;
লালসায় ভরা দৃষ্টি তাদের !
করছে হরণ লজ্জা মোদের /
তবুও তারা নামী লোক !
আমরাই শুধু ছোটোলোক !!
-----------------------------\
নন্দা মুখার্জী  3.8.16      1-10AM.

No comments:

Post a Comment