Friday, August 26, 2016

*শ্মশান* ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
~~~~~~~~~~~~~~~~~~
    
    আমি খুব শান্ত ,              
   কোলাহলহীন নিস্তব্ধ ;
   শুধু ব্যথার স্বাক্ষী আমি ,
(তবুও) আমার ভূমি শুধুই পবিত্র |
কেউ সাধ কোরে আসেনা আমার কাছে ,
দুঃখ ,কষ্ট ,কত বেদনার স্বাক্ষী আমি ,
কত হাহাকার ,শত  কাঁন্নার মাঝেও -
আমি নীরব ,নির্বাক এক ভূমি |
   সময়ের আগে আসে যারা ,
   পারিনা আমি তা মানতে ;
   তবুও আমি স্বাক্ষী থাকি -
(হয়রে) হয় আমাকে তা থাকতে |
   বুক ফেঁটে যায় ,আমি নিরুপায় ;
   চিতার আগুনে পুড়ে হয় সব ছাঁই -
   শান্ত আমি ,নির্বাক হয়ে ,
   চেয়ে চেয়ে শুধু দেখি -
   মোর জীবনের খাতা সম ভূমিতে ,
   দুঃখের কথাই শুধু লিখি |
   যুগ পাল্টাবে ,মানুষ বদলাবে -
   আমি বদলাবো না কখনো ;
   এখনো যেমন আছি -
   হাজার বছর পরেও ,
  আমি থাকবো ঠিক  তেমনই তখনও |
*******************************
নন্দা মুখার্জী রায় চৌধুরী  25.8.16  9-45PM.    
              

No comments:

Post a Comment