"ভেকধারী পুরুষতান্তিক সমাজ"
(নন্দা মুখার্জী রায় চৌধুরী)
++++++++++++++++++++++
আদিকাল থেকে চলছে , নারীর প্রতি অত্যাচার -
উড়ছে কথা ,পুরুষ নারীর সমান অধিকার !
কল্যাণময়ী ,স্নেহময়ী ,শক্তিরূপিণী নারী ,
কর্মক্লান্ত পুরুষের জীবনে ,নারীই সুধার বারি |
মায়ের কাছেই সন্তান পায়,শিক্ষা প্রাথমিক ,
নারী নিজহাতে গড়ে,দেশের সু-নাগরিক |
নারী হারাচ্ছে-সীতা ,সাবিত্রী ,দ্রোপদীর যুগ হতে সম্মান,
স্বেচ্ছাচারী পুরুষের দ্বারা-হারাচ্ছে নারী তার মান ,
ভাগ্যভীরু নমনীয় নারী,আজও সমাজে অসহায় ,
অর্থ লিপ্সা পুরুষের চোখে,আজও সে পণ্য সামগ্রী হয় |
নারী কন্যা,নারী বধূ, নারীই মা জননী ,
নারী সেবিকা ,নারী লক্ষ্মী ,নারীই অসুরবিনাশিনী |
তবুও নারীর পৃথিবীতে আসার,নেই কোনোই অধিকার,
যদি জানা যায়, ভূমিষ্ঠ হবে শিশু কন্যা আবার |
শিক্ষা ,দীক্ষায় পারদর্শী নারী -
করছে ঘরে বাইরে কাজ ;
পুরুষের চোখে 'মেয়েছেলে' বলে -
বাঁচাতে পারে না,মাঝে মধ্যেই তাদের লাজ |
সেনানীর বেশে লড়ে চলে তারা ,
বাঁচাতে দেশের মান ;
দেশ পারেনা বাঁচাতে তাদের সম্মান |
পুরুষ গড়েছে নিজ হাতে নারীর কারাগার ,
পুরুষকেই হবে ভাঙতে নিজেই সেই আগার |
পুরুষই করছে নারীর জয়গান ,
'পুরুষ নারীর সমান অধিকার'-
ঘটা করে কোরছে পালন নারী দিবস ফি-বছর ,
মাইক হাতে নারীর জয়গানে মাতিয়ে রাখছে আসর !
সেই পুরুষই রাতের আঁধারে ,লুটছে নারীর মান ,
দিনের আলোতে সাধু সেজে তারা করছে নারীর গুণগান !
ভেকধারী এই পুরুষতান্তিক সমাজের চাই অবসান -
ফিরিয়ে দাও যুগে যুগে নারীর অর্জিত সম্মান |
++++++++++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 22.8.16 10-40PM.
(নন্দা মুখার্জী রায় চৌধুরী)
++++++++++++++++++++++
আদিকাল থেকে চলছে , নারীর প্রতি অত্যাচার -
উড়ছে কথা ,পুরুষ নারীর সমান অধিকার !
কল্যাণময়ী ,স্নেহময়ী ,শক্তিরূপিণী নারী ,
কর্মক্লান্ত পুরুষের জীবনে ,নারীই সুধার বারি |
মায়ের কাছেই সন্তান পায়,শিক্ষা প্রাথমিক ,
নারী নিজহাতে গড়ে,দেশের সু-নাগরিক |
নারী হারাচ্ছে-সীতা ,সাবিত্রী ,দ্রোপদীর যুগ হতে সম্মান,
স্বেচ্ছাচারী পুরুষের দ্বারা-হারাচ্ছে নারী তার মান ,
ভাগ্যভীরু নমনীয় নারী,আজও সমাজে অসহায় ,
অর্থ লিপ্সা পুরুষের চোখে,আজও সে পণ্য সামগ্রী হয় |
নারী কন্যা,নারী বধূ, নারীই মা জননী ,
নারী সেবিকা ,নারী লক্ষ্মী ,নারীই অসুরবিনাশিনী |
তবুও নারীর পৃথিবীতে আসার,নেই কোনোই অধিকার,
যদি জানা যায়, ভূমিষ্ঠ হবে শিশু কন্যা আবার |
শিক্ষা ,দীক্ষায় পারদর্শী নারী -
করছে ঘরে বাইরে কাজ ;
পুরুষের চোখে 'মেয়েছেলে' বলে -
বাঁচাতে পারে না,মাঝে মধ্যেই তাদের লাজ |
সেনানীর বেশে লড়ে চলে তারা ,
বাঁচাতে দেশের মান ;
দেশ পারেনা বাঁচাতে তাদের সম্মান |
পুরুষ গড়েছে নিজ হাতে নারীর কারাগার ,
পুরুষকেই হবে ভাঙতে নিজেই সেই আগার |
পুরুষই করছে নারীর জয়গান ,
'পুরুষ নারীর সমান অধিকার'-
ঘটা করে কোরছে পালন নারী দিবস ফি-বছর ,
মাইক হাতে নারীর জয়গানে মাতিয়ে রাখছে আসর !
সেই পুরুষই রাতের আঁধারে ,লুটছে নারীর মান ,
দিনের আলোতে সাধু সেজে তারা করছে নারীর গুণগান !
ভেকধারী এই পুরুষতান্তিক সমাজের চাই অবসান -
ফিরিয়ে দাও যুগে যুগে নারীর অর্জিত সম্মান |
++++++++++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 22.8.16 10-40PM.
No comments:
Post a Comment