"স্বেচ্ছাচার"( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
---------------------------------
জাতির জীবনে এসেছে জোয়ার -
আমরা হয়েছি স্বাধীন ,
কাগজের পাতায় খবর বেড়োয় -
টি.ভি .তে কত দেখি অত্যাচারের ছবি |
স্বাধীনতার অর্থ কেউ কেউ নিয়েছে -
স্বেচ্ছাচারিতা আর উচ্ছঙ্খলতা -
মদ্যপ অবস্থায় ঘুরছে পথে জনতা -
দেখাচ্ছে তারা ছিনতাই আর রাহাজানিতে -
তাদের পারদর্শিতা -
রাতের আঁধারে শুধু নয় ;
প্রকাশ্য দিবালোকে করছে তারা ধর্ষণ ও খুন ,
শিশুকেও দেয় না রেহাই -
তাদের কাছে হয়তো এটাই স্বাধীনতা !!!
এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম ?
সত্যিই কি আমরা স্বাধীন ?
হয়তো বিদেশী শক্তি শাসন ক্ষমতায় নেই ,
কিন্তু স্বাধীনতা কি আমাদের আছে ?
যুগের পরিবর্তনের সাথে সাথে -
'স্বাধীন'- শব্দটার ও কি পরিবর্তন হচ্ছে ?
যার যা ইচ্ছা সে তাই করছে -
হচ্ছে না কোনো প্রতিকার -
শুধুই বাড়ছে অত্যাচারিত মানুষের হার !!
++++++++++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 15.8.16 10-40PM.
---------------------------------
জাতির জীবনে এসেছে জোয়ার -
আমরা হয়েছি স্বাধীন ,
কাগজের পাতায় খবর বেড়োয় -
টি.ভি .তে কত দেখি অত্যাচারের ছবি |
স্বাধীনতার অর্থ কেউ কেউ নিয়েছে -
স্বেচ্ছাচারিতা আর উচ্ছঙ্খলতা -
মদ্যপ অবস্থায় ঘুরছে পথে জনতা -
দেখাচ্ছে তারা ছিনতাই আর রাহাজানিতে -
তাদের পারদর্শিতা -
রাতের আঁধারে শুধু নয় ;
প্রকাশ্য দিবালোকে করছে তারা ধর্ষণ ও খুন ,
শিশুকেও দেয় না রেহাই -
তাদের কাছে হয়তো এটাই স্বাধীনতা !!!
এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম ?
সত্যিই কি আমরা স্বাধীন ?
হয়তো বিদেশী শক্তি শাসন ক্ষমতায় নেই ,
কিন্তু স্বাধীনতা কি আমাদের আছে ?
যুগের পরিবর্তনের সাথে সাথে -
'স্বাধীন'- শব্দটার ও কি পরিবর্তন হচ্ছে ?
যার যা ইচ্ছা সে তাই করছে -
হচ্ছে না কোনো প্রতিকার -
শুধুই বাড়ছে অত্যাচারিত মানুষের হার !!
++++++++++++++++++++++++++++
নন্দা মুখার্জী রায় চৌধুরী 15.8.16 10-40PM.
No comments:
Post a Comment