* রঙ্গিন জীবন *
( নন্দা মুখার্জী )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জীবনে ভালোবাসার অপর নাম -
হয়তো জীবনের রং !
জীবন থেকে রং হারিয়ে যায় তখনই -
যখন থাকেনা জীবনে ভালোবাসা ,
স্বপ্নগুলো তখন মলিন হয়ে যায় -
চেষ্টা করেও তাকে রোধ করা যায় না !
যে ছবিতে কোনো রং থাকে না -
শুধু সাদা পাতা -
সেটা যেমন কোনো ছবি নয় ,
যে জীবনে ভালোবাসা থাকে না -
সে জীবনটাও জীবন নয় !!
""""""""""""""""""""""""""""
নন্দা মুখার্জী 6.8.16 2-10AM.
( নন্দা মুখার্জী )
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
জীবনে ভালোবাসার অপর নাম -
হয়তো জীবনের রং !
জীবন থেকে রং হারিয়ে যায় তখনই -
যখন থাকেনা জীবনে ভালোবাসা ,
স্বপ্নগুলো তখন মলিন হয়ে যায় -
চেষ্টা করেও তাকে রোধ করা যায় না !
যে ছবিতে কোনো রং থাকে না -
শুধু সাদা পাতা -
সেটা যেমন কোনো ছবি নয় ,
যে জীবনে ভালোবাসা থাকে না -
সে জীবনটাও জীবন নয় !!
""""""""""""""""""""""""""""
নন্দা মুখার্জী 6.8.16 2-10AM.
No comments:
Post a Comment