"আমরা শিল্পী" ( নন্দা মুখার্জী )
====================
আমি নইকো কবি -
তবু লিখি কবিতা -
ডাইরীর পাতা ভর্তি করে -
লিখি আমি যা-তা /
কণ্ঠশিল্পী আমি মোটেই নই -
তবু গাই গান -
বাথরুম সিঙ্গার বলে সবাই -
তাতে আমার কিবা এসে যায় ?
একটা কাজ ভালোই পারি ,
করি হরেক রকম রান্না ,
রান্না কিন্তু বড়ো শিল্প ,
এ কথাটা অনেকেই মানেন না /
শিল্পীর হাতের ছবি যেমন ,
সঠিক রং তুলির ব্যবহারেই হয় সুন্দর ,
রাঁধুনিরও নুন ,হলুদ ,মসলার -
পরিমান জানতে হবে -
তবেই সবে চেঁটে পুটে খাবে /
ঘর গুছানোও নয়কো সহজ কথা -
এটাও এক শিল্প বটে !
করোনা স্বীকার অনেকেই তা -
কিন্তু এটা মানতেই হবে /
তাজমহল যারা গড়েছিলেন ,
সবাই জানে তারা শিল্পী ,
বড় বড় নকশা করা বাড়িগুলি ,
তৈরী করেন যারা -
তারা কেনো নন শিল্পী ?
কথা বলার মাঝেও আছে ,
শিল্পের প্রকাশ -
স্বল্প ভাষী ,মৃদু ভাষী -
এটাই সুন্দর মনের বহিঃপ্রকাশ /
খাওয়ার ভিতর ও আছে শিল্প -
মানো বা না মানো -
জীবনের প্রতি কাজেই আমরা শিল্পী -
যতই হই না আমরা অভাবী !
~~~~~~~~~~~~~~~~~
নন্দা মুখার্জী 31.7.16 12AM.
====================
আমি নইকো কবি -
তবু লিখি কবিতা -
ডাইরীর পাতা ভর্তি করে -
লিখি আমি যা-তা /
কণ্ঠশিল্পী আমি মোটেই নই -
তবু গাই গান -
বাথরুম সিঙ্গার বলে সবাই -
তাতে আমার কিবা এসে যায় ?
একটা কাজ ভালোই পারি ,
করি হরেক রকম রান্না ,
রান্না কিন্তু বড়ো শিল্প ,
এ কথাটা অনেকেই মানেন না /
শিল্পীর হাতের ছবি যেমন ,
সঠিক রং তুলির ব্যবহারেই হয় সুন্দর ,
রাঁধুনিরও নুন ,হলুদ ,মসলার -
পরিমান জানতে হবে -
তবেই সবে চেঁটে পুটে খাবে /
ঘর গুছানোও নয়কো সহজ কথা -
এটাও এক শিল্প বটে !
করোনা স্বীকার অনেকেই তা -
কিন্তু এটা মানতেই হবে /
তাজমহল যারা গড়েছিলেন ,
সবাই জানে তারা শিল্পী ,
বড় বড় নকশা করা বাড়িগুলি ,
তৈরী করেন যারা -
তারা কেনো নন শিল্পী ?
কথা বলার মাঝেও আছে ,
শিল্পের প্রকাশ -
স্বল্প ভাষী ,মৃদু ভাষী -
এটাই সুন্দর মনের বহিঃপ্রকাশ /
খাওয়ার ভিতর ও আছে শিল্প -
মানো বা না মানো -
জীবনের প্রতি কাজেই আমরা শিল্পী -
যতই হই না আমরা অভাবী !
~~~~~~~~~~~~~~~~~
নন্দা মুখার্জী 31.7.16 12AM.
No comments:
Post a Comment