Wednesday, August 3, 2016

*একরাশ শুন্যতা* ( নন্দা মুখার্জী )
[[[[[[[[[][[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]][[[[[[[[[[[
আমার স্বপ্নগুলো ছিলো তোকে ঘিরে -
ভেবেছিলাম অন্ধকারেও হাঁটতে পারবো -
         তোর হাত ধরেই ;
মাঝখানে একটা ভুল বোঝাবুঝিই  ,
তোকে আমার কাছ থেকে সরিয়ে নিলো -
যখন অভিমান করে বসেছিলাম ,
তুই ফিরে এসে আমার মান ভাঙ্গাবি -
             তখনই যদি তোর সাথে -
ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতাম -
তাহলে এই বিশাল শুন্যতা ,
আমায় গ্রাস করতো না -
             যে কথাগুলি তোকে বলা দরকার -
কিন্তু বলতে পারছিনা -
অন্ধকার ঘরে সেই কথাগুলিই ,
অশ্রূ বিন্দু হয়ে ঝরে পড়ছে ;
চেষ্টা করছি তোকে ভুলে থাকতে -
               কিন্তু পারছি কই !
আসলে কি জানিস ?
হৃদয়ে যাকে জায়গা দিয়েছি -
তাকে কি ভুলে যায় কখনো ?
এখন শুধু একটাই চাওয়া -
                তুই ভালো থাকিস /
]]]]]]]]]]][[[[[[[[[[[[]]]]]]]]]]]]]]]]]]]]]
নন্দা মুখার্জী  2.8.16  10-30PM.

No comments:

Post a Comment