"বিষন্ন বেলা" ( নন্দা মুখার্জী )
------------------------
আকাশ ঘন নীল ,
গুরু গুরু মেঘের গর্জন ,
চারিদিকে অন্ধকার ,
বাদ্যের তালে নাচছে যেনো ,
সকল গাছের ডাল /
শন শন বেগে বইছে বাতাস ,
মন যেনো উরু উরু ,
বজ্রপাতের বিকট ধ্বণি ,
যেনো কানে তালা দেয় /
আশে-পাশের বাড়ির থেকে ,
আসছে শাঁখের আওয়াজ ,
বৃষ্টি তখনও হয়নি শুরু ,
আমি বসে জানালায় /
লাগোয়া বাড়িতে আছে এক আমগাছ ,
কিছু ছোট ছেলেমেয়ে ,
কুড়াচ্ছে সেখানে ঝড়ে পড়া আম ,
হঠ্যাৎ করেই ফিরে গেলাম ,
আমার ছেলেবেলায় ,
বৈশাখ থেকে শ্রাবন মাস ,
ঝড় আসলেই আমগাছের তলায় /
গুটি থেকে শুরু করে পাঁকা আম ,
খাই বা না খাই -
ঝড় আসলেই আম কুড়ানোর ,
যেনো এক আনন্দমেলা /
শিশুসুলভ মনে ছিলোনা কোনো ভয় ,
ঝড়ে কি হতে পারে !
আজ এই বাধ্যর্কে এসে ,
ওদের দেখে মনে নানান শঙ্কা জাগে ,
হারিয়ে গেলো যেনো খুব তাড়াতাড়ি ,
স্বপ্নে বিভোর সেই ছেলেবেলা ,
আজও মন চায় উঠলে ঝড় ,
সব বাঁধা কাটিয়ে -
ফিরে যাই ওদের সাথেই আমগাছতলা /
.............................................................................
নন্দা মুখার্জী 31.7.16 11PM
------------------------
আকাশ ঘন নীল ,
গুরু গুরু মেঘের গর্জন ,
চারিদিকে অন্ধকার ,
বাদ্যের তালে নাচছে যেনো ,
সকল গাছের ডাল /
শন শন বেগে বইছে বাতাস ,
মন যেনো উরু উরু ,
বজ্রপাতের বিকট ধ্বণি ,
যেনো কানে তালা দেয় /
আশে-পাশের বাড়ির থেকে ,
আসছে শাঁখের আওয়াজ ,
বৃষ্টি তখনও হয়নি শুরু ,
আমি বসে জানালায় /
লাগোয়া বাড়িতে আছে এক আমগাছ ,
কিছু ছোট ছেলেমেয়ে ,
কুড়াচ্ছে সেখানে ঝড়ে পড়া আম ,
হঠ্যাৎ করেই ফিরে গেলাম ,
আমার ছেলেবেলায় ,
বৈশাখ থেকে শ্রাবন মাস ,
ঝড় আসলেই আমগাছের তলায় /
গুটি থেকে শুরু করে পাঁকা আম ,
খাই বা না খাই -
ঝড় আসলেই আম কুড়ানোর ,
যেনো এক আনন্দমেলা /
শিশুসুলভ মনে ছিলোনা কোনো ভয় ,
ঝড়ে কি হতে পারে !
আজ এই বাধ্যর্কে এসে ,
ওদের দেখে মনে নানান শঙ্কা জাগে ,
হারিয়ে গেলো যেনো খুব তাড়াতাড়ি ,
স্বপ্নে বিভোর সেই ছেলেবেলা ,
আজও মন চায় উঠলে ঝড় ,
সব বাঁধা কাটিয়ে -
ফিরে যাই ওদের সাথেই আমগাছতলা /
.............................................................................
নন্দা মুখার্জী 31.7.16 11PM
No comments:
Post a Comment