Wednesday, August 17, 2016

         চোখের সামনে পরিচিত মানুষগুলি হঠ্যাৎ করেই যখন বদলে যায় ,তখন নিজের কাছে নিজেকেই যেন অচেনা মনে হয় | তখন আয়নার সামনে দাঁড়ালে হয়তো নিজের পরিবর্তনটাও ধরা পরে | স্থান ও কালভেদে পরিবর্তন হচ্ছে পৃথিবীর ,আর তারই সাথে পাল্লা দিয়ে রূপান্তরিত হচ্ছে মানুষ ও তার রুচিবোধ | যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিছু পরিবর্তন মানুষকে মেনে নিতেই হয় ; সে ক্ষেত্রে পুরনো কিছু ধ্যান ,ধারণাকে বিসর্জন ও দিতে হয় ; কিন্তু কখনোই সেটা নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় |
++++++++++++++++++++ শুভ রাত্রি ...
(নন্দা মুখার্জী রায় চৌধুরী )

No comments:

Post a Comment