Thursday, August 11, 2016

*আমি মহান নই* ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
~~~~~~~~~~~~~~~~~~~~~~
দিনরাত পুড়ে পুড়ে হই আমি ছাঁই ,
লোকে বলে আমার জন্য হয় ক্যান্সার ,
টেনশন কমাতে,আলোচনা সভাতে ,
আমার জুড়ি মেলা ভার -
তবুও পোড়া কপাল আমার !
শুধু ক্যান্সারের দায় যেন একাই আমার ,
আমায় নিয়ে হয় কত এক্সপেরিমেন্ট ,
মহানায়ক আমায় খেতে খেতে -
কথা বলতেন বেশ !
শুধু নয় ক্যান্সার !
আমি ফুসফুসের ও নানান রোগের কারণ !
শ্বাসকষ্ট ,ফুসফুস ব্লক আর হয় কাশি ,
ধোঁয়ার গন্ধ যার নাকে যায় -
ক্ষতি হয় তার আরও বেশি ;
একটু একটু করে সকলে ,
তোমরা আমায় ছাড়ো -
ছাঁই হই তোমাদের জন্যই ,
ক্ষতি করি জীবনের আরও বড় !!
-----------------------
( নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 11.8.16  11-20AM.
 

No comments:

Post a Comment