"যুগের হাওয়া" (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
++++++++++++++++++++++
আজকের যুগে আছে কত ,
পালন করবার দিন !
পিতৃদিবস ,মাতৃদিবস আছে ভালোবাসার ও দিন !
নারীদিবস ,চকলেটদিবস -
আরও যেন আছে কি সব !
বছরের একটি দিনই
ঘটা করে চলে এ সব উৎসব !
ছেলের অত্যাচারে মাতা-পিতা ছাড়ছেন ঘর -
কোথাও সম্পত্তির লোভে করছে খুন মা বাবাকে আবার -
ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে -
ঘটা করে নারী দিবস ,
হচ্ছে পালন ফি-বছরে !
থাকছে নারী সেই তিমিরে |
কোথাও বাবা মাকে পাঠানো হচ্ছে বৃদ্ধাশ্রমে ,
খবর নেয় না ছেলে তাদের কোনোকালে ,
মৃত্যুর খবর পেলে তাদের ,
ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান করে !
যে পরিবারের ছেলেটি ,
দিন দুপুরে নারীকে করছে লাঞ্ছনা ,
তারই পরিবারের কেউ হয়তোবা -
মাইক হাতে জানান দিচ্ছে জনতাকে -
নারীর অপমান আমরা মানবো না !
এই তো হোলো সমাজ মোদের !
শস্যের মধ্যেই ভুত !
আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সবাই ,
ঘরে বাইরে সকলেই যে অদ্ভুত !
~~~~~~~~~~~~~~~~~~~~
(নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 17.8.16 10পাম.
++++++++++++++++++++++
আজকের যুগে আছে কত ,
পালন করবার দিন !
পিতৃদিবস ,মাতৃদিবস আছে ভালোবাসার ও দিন !
নারীদিবস ,চকলেটদিবস -
আরও যেন আছে কি সব !
বছরের একটি দিনই
ঘটা করে চলে এ সব উৎসব !
ছেলের অত্যাচারে মাতা-পিতা ছাড়ছেন ঘর -
কোথাও সম্পত্তির লোভে করছে খুন মা বাবাকে আবার -
ধর্ষণ হচ্ছে দিনে দুপুরে -
ঘটা করে নারী দিবস ,
হচ্ছে পালন ফি-বছরে !
থাকছে নারী সেই তিমিরে |
কোথাও বাবা মাকে পাঠানো হচ্ছে বৃদ্ধাশ্রমে ,
খবর নেয় না ছেলে তাদের কোনোকালে ,
মৃত্যুর খবর পেলে তাদের ,
ঘটা করে শ্রাদ্ধানুষ্ঠান করে !
যে পরিবারের ছেলেটি ,
দিন দুপুরে নারীকে করছে লাঞ্ছনা ,
তারই পরিবারের কেউ হয়তোবা -
মাইক হাতে জানান দিচ্ছে জনতাকে -
নারীর অপমান আমরা মানবো না !
এই তো হোলো সমাজ মোদের !
শস্যের মধ্যেই ভুত !
আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি সবাই ,
ঘরে বাইরে সকলেই যে অদ্ভুত !
~~~~~~~~~~~~~~~~~~~~
(নন্দা মুখার্জী রায় চৌধুরী ) 17.8.16 10পাম.
No comments:
Post a Comment