Saturday, November 5, 2016

"চলে যেতে চাই না"
                          ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
    মৃত্যু অনিবার্য -
তবুও বাঁচবার যে উদগ্র বাসনা ,
   সেটাই নয় কি আশ্চর্য ?
     সংসার যেন একটি সমুদ্র ,  
যার একপাড়ে  জীবন ,
     অপর পাড়ে আছে মৃত্যু |
      আবার বলা যায় -
সংসার একটি তাসের ঘর ,
যে ঘর ভেঙ্গে দেয় মহাকাল ;
এখানে সকলেই আপন ,প্রিয়জন ,
      অথচ কেউ কারও নয় |
তিলে তিলে গড়ে তোলা সম্পর্কগুলিকে -
মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে চলে যায় ,
      তখন সকলেই অসহায় ,
প্রিয়জনের  বিয়োগ বেদনায় কাতর ,
কিন্তু তাকে ফিরিয়ে আনতে অপারগ |
জীবনকে যদি কল্পনা করি একটি পদ্মফুল ,
      আয়ুটা হলো পদ্মপত্রের নীর -
যে কোনো মুহূর্তেই ঝরে যেতে পারে ,
কবির ভাষায় বলতে ইচ্ছা করে ,
"মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে ........"
নন্দা   4.11.16   1-30AM.

No comments:

Post a Comment