"ছিলাম-থাকবো"
নন্দা মুখার্জী রায় চৌধুরী
গভীর রাতে ঘুম ভেঙ্গে যদি দেখো -
পাশে আমি নেই ,
জ্বালাবে না আলো, চোখ বুজে তুমি ,
আমার পরশ নিও |
দুরগগনে ঘন আবীরে ,
সন্ধ্যা যখন নামবে ,
ক্লান্ত হয়ে ঘরে ফিরে তুমি ,
মন খারাপে একা একা বসে থাকবে ,
প্রদীপের দিকে চোখ রেখে দেখো -
হাসিমুখ আমার দেখতে তুমি পাবে |
সোহাগ তোমার ছেড়ে এসেছি ,
সময় আমার ফুরিয়েছে তাই ,
ভালোবাসা মোদের আজও রয়েছে ,
মনে রেখো তুমি সদাই |
আমার তরেতে কেঁদে তুমি ওগো ,
হোয়োনা যেন আকুল ,
আঁখিজল তোমার মুছাতে পারবোনা ,
আত্মা মোর হবে যে ব্যাকুল |
পড়পারে আবার হবে যে মিলন ,
থাকবো দু'জনে একসাথে -
সুখ ,দুঃখের উপরে গিয়ে ,
রাখবো হাত অপরের হাতে |
নন্দা 17.11.16 10-10PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
গভীর রাতে ঘুম ভেঙ্গে যদি দেখো -
পাশে আমি নেই ,
জ্বালাবে না আলো, চোখ বুজে তুমি ,
আমার পরশ নিও |
দুরগগনে ঘন আবীরে ,
সন্ধ্যা যখন নামবে ,
ক্লান্ত হয়ে ঘরে ফিরে তুমি ,
মন খারাপে একা একা বসে থাকবে ,
প্রদীপের দিকে চোখ রেখে দেখো -
হাসিমুখ আমার দেখতে তুমি পাবে |
সোহাগ তোমার ছেড়ে এসেছি ,
সময় আমার ফুরিয়েছে তাই ,
ভালোবাসা মোদের আজও রয়েছে ,
মনে রেখো তুমি সদাই |
আমার তরেতে কেঁদে তুমি ওগো ,
হোয়োনা যেন আকুল ,
আঁখিজল তোমার মুছাতে পারবোনা ,
আত্মা মোর হবে যে ব্যাকুল |
পড়পারে আবার হবে যে মিলন ,
থাকবো দু'জনে একসাথে -
সুখ ,দুঃখের উপরে গিয়ে ,
রাখবো হাত অপরের হাতে |
নন্দা 17.11.16 10-10PM.
No comments:
Post a Comment