Friday, November 11, 2016

"কেন"
              নন্দা মুখাৰ্জী রায় চৌধুরী
কত প্রতিজ্ঞা করেছি দু'জনে ,
ছেড়ে যাবোনা কেউ কাউকে ,
তবুও কেন এতগুলো বছর বাদে -
ছেড়ে গেলাম পরস্পরকে ?

    ক্ষমা করো মোরে -
কেউ একবার, বলতাম যদি অপরকে ,
   কোনো ক্ষতি হোতো না ,
দু'জনেই বাঁচতাম একে অপরকে আঁকড়ে |
অনেকটা পথ দু'জনে হেঁটেছি একসাথে ,
সরলপথে হাঁটতে হাঁটতেই পথ যেন গেলো বেঁকে ,
সামান্য ভুল বোঝাবুঝি এতদূর গড়ালো -
মিমাংসা করতে পৌঁছাতে হোলো আদালতকক্ষে |
পড়ন্ত বিকেল ,জীবনের শেষ অধ্যায় ,
কেমন আছো তুমি জানিনা ,
হয়তো কখনো নির্জনে একাকী ,
ভাবছো আমারই কথা,নিয়ে একরাশ বেদনা |
নন্দা    11.11.16   12-30AM.

No comments:

Post a Comment