"এটাই জীবন"
(নন্দা মুখার্জী রায় চৌধুরী )
প্রতিদিন জীবনে ঘটে কত ঘটনা ,
সব কিছু কি আর মনে রাখা যায় ?
বাঁচার তাগিদে নিয়ত লড়াই -
মাঝে মাঝে অকালেই কেউ হেরে যায় |
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ,
দাঁড়িয়ে আছি আমরা সবাই ,
একটুখানি পিঁছলে গেলেই ,
জীবন মোদের শেষ হয়ে যায় |
সরল জীবনের জটিল অঙ্ক ,
পারিনা মিলাতে কেউ -
করছি লড়াই বাঁচার তাগিদে ,
জীবনে যতই উঠুক সমুদ্রসম ঢেউ |
কেউ কারও নয় -
তবুও বাঁচি একে অন্যের তরে ,
বিপদে কেউ পড়লে পরে ,
বোঝা যায়- কে কত ভালোবাসে কাহারে !
জীবনের সংগ্ৰাম থামেনাতো কখনো ,
আমৃত্যু চলছে , চলবে -
কোনো ফল পাবেনা হিসাব করে ,
কি পেলে আর কি পাবে |
নন্দা 3.11.16 4PM.
(নন্দা মুখার্জী রায় চৌধুরী )
প্রতিদিন জীবনে ঘটে কত ঘটনা ,
সব কিছু কি আর মনে রাখা যায় ?
বাঁচার তাগিদে নিয়ত লড়াই -
মাঝে মাঝে অকালেই কেউ হেরে যায় |
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ,
দাঁড়িয়ে আছি আমরা সবাই ,
একটুখানি পিঁছলে গেলেই ,
জীবন মোদের শেষ হয়ে যায় |
সরল জীবনের জটিল অঙ্ক ,
পারিনা মিলাতে কেউ -
করছি লড়াই বাঁচার তাগিদে ,
জীবনে যতই উঠুক সমুদ্রসম ঢেউ |
কেউ কারও নয় -
তবুও বাঁচি একে অন্যের তরে ,
বিপদে কেউ পড়লে পরে ,
বোঝা যায়- কে কত ভালোবাসে কাহারে !
জীবনের সংগ্ৰাম থামেনাতো কখনো ,
আমৃত্যু চলছে , চলবে -
কোনো ফল পাবেনা হিসাব করে ,
কি পেলে আর কি পাবে |
নন্দা 3.11.16 4PM.
No comments:
Post a Comment