Wednesday, November 9, 2016

"বন্ধি জীবন"
                নন্দা মুখার্জী রায় চৌধুরী
বনের পাখি বনে বনে ,
তোর নেইকো উড়ায় মানা ,
যেথায় খুশি সেথায় তুই ,
মেলতে পারিস ডানা |
আমার তো বন্ধি জীবন ,
অট্টালিকায় করি বাস ,
পায়ে শুধু নেইকো বেড়ি ;
দুখী আমি বারোমাস |
অলিখিত চুক্তি আমার ,
থাকবো শুধু সংসার নিয়ে ,
নিজের কষ্ট বুকে চেপে ,
অন্যের সেবা কোরবো গিয়ে |
একটু উড়ে আয়না কাছে ,
বসনা আমার পাশটি ঘেঁষে ,
তোকেই বলি সকল কথা ,
যা আছে মোর মনে ব্যথা |
নন্দা   9.11.16  10PM.
             

No comments:

Post a Comment