"যা বাস্তব"
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এই দুনিয়া এক রঙ্গশালা ,
ভালোমন্দ মিশিয়ে এক মিলনমেলা |
ভালোর চেয়ে মন্দ বেশী ,
হোকনা সে দেশী বা বিদেশী |
সামনে কথা বলছে হেসে ,
পিছনে যেয়েই হাসির সাথে নিন্দা মেশে ,
কথা যে সব হাওয়ায় ভাসে ,
পরক্ষনেই সে সব কানে আসে |
জীবনটা এক কঠিন অঙ্ক ,
এখানে চলে শুধুই রঙ্গ ,
হবেনা কখনো এ রণে ভঙ্গ ,
যতই উঠুক জীবনে তরঙ্গ |
সময় হলেই যেতে হবে ,
নেই হাতে ক্ষমতা সময়কে রুখবে ,
উপর থেকে যখনই ডাক আসবে ,
নূতনকে ফেলে পুরানরা পালাবে |
নন্দা 12.11.16 9-30 PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
এই দুনিয়া এক রঙ্গশালা ,
ভালোমন্দ মিশিয়ে এক মিলনমেলা |
ভালোর চেয়ে মন্দ বেশী ,
হোকনা সে দেশী বা বিদেশী |
সামনে কথা বলছে হেসে ,
পিছনে যেয়েই হাসির সাথে নিন্দা মেশে ,
কথা যে সব হাওয়ায় ভাসে ,
পরক্ষনেই সে সব কানে আসে |
জীবনটা এক কঠিন অঙ্ক ,
এখানে চলে শুধুই রঙ্গ ,
হবেনা কখনো এ রণে ভঙ্গ ,
যতই উঠুক জীবনে তরঙ্গ |
সময় হলেই যেতে হবে ,
নেই হাতে ক্ষমতা সময়কে রুখবে ,
উপর থেকে যখনই ডাক আসবে ,
নূতনকে ফেলে পুরানরা পালাবে |
নন্দা 12.11.16 9-30 PM.
No comments:
Post a Comment