Monday, November 21, 2016

"বিশ্বাসে ভালোবাসা"
                        নন্দা মুখার্জী রায় চৌধুরী
প্রজাপ্রতি রঙ্গিন পাখায় ,
               ভরটি দিয়ে উড়ে -
মানুষ আমরা বেঁচে আছি ,
                স্বপ্ন নিয়ে মনে |
দূর দিগন্তে হারিয়ে যেতে ,
                 পাখির নেইকো মানা -
মনের মানুষ পেলে কাছে ,
                  স্বপ্নের জাল বোনা |
নন্দা   17.11.16  9-15 AM.

No comments:

Post a Comment