Thursday, November 24, 2016


"থাকে না সে"
                নন্দা মুখার্জী রায় চৌধুরী
শুকনো পাতা উড়ছে ধূলায় ,
কাঁপছি সবাই উত্তুরে হাওয়ায় ,
ভড়বে ধান চাষীর গোলায় ,
আনন্দে চাষীর মন যে দোলায় |
সব্জি ভরা ক্ষেতের পাশে ,
যাচ্ছে বধূ হেসে হেসে ,
তুলবে স্বামী সব্জি এসে ,
খাওয়াবে রেঁধে সকলকে সে |
অভাব রবে না ক'টাদিন ঘরে ,
আসবে মেয়ে বহুদিন পরে ,
হবে নবান্ন হাঁড়ি ভড়ে ,
খাবে সবাই পেটটি পুড়ে |
খুশির এই দিনগুলি ও-রে
সুখপাখির মতই আসে উড়ে ,
যায় যে চলে ফুড়ুৎ করে ,
সারাবছর কেনো থাকে নারে ?
নন্দা 21.11.16

No comments:

Post a Comment