Wednesday, November 9, 2016




 
"জাগিও না"
                    নন্দা মুখার্জী রায় চৌধুরী

রাত যতই গভীর হয় ,
 ততই তোমায় মনে পড়ে ,
নিস্তব্ধ অন্ধকার ঘরে -
টের পাই তোমার উপস্থিতি
চোখ বন্ধ করলে নি:শ্বাসে তোমার গায়ের গন্ধ পাই।
তবু তোমায় ছুঁতে পারিনা , চোখ মেললে দেখতে পাইনা |
সারাদিন অপেক্ষায় থাকি -
মধ্যরাতের গভীরতার আশায়
কখন সবাই ডুব দেবে ঘুমে,
আর তুমি আসবে কাছে!
প্রতিটা নিঃশ্বাসে তোমার গায়ের গন্ধ পেতে পেতে -
একসময় নিজে ঘুমিয়ে পড়ি ,
ঘুমেই তোমার সাথে গল্প বুনি
বেড়াই, হাসি, মান অভিমান
সব চলে |

হোক সে স্বপ্ন ! তবু তোমায়
আমি তো নিজের করে পাই |

নন্দা   7.11.16  1.20AM.

No comments:

Post a Comment