অনেকদিন আগের একটা লেখা খুঁজে পেলাম ..সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ...22.8.10 2PM.
"ফিরে পেতে চাই"
( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
হারিয়ে যাওয়া স্মৃতিগুলি -
চাই যে ফিরে পেতে ,
হারিয়ে যাওয়া মানুষগুলি -
চাই যে কাছে পেতে |
স্মৃতির খাতায় অক্ষরগুলো -
পড়েছে ধুলোর তলে ,
ভাসছে যেন চোখের পরে ,
যাচ্ছে ধুয়ে চোখের জলে |
কেমন করে চলে যায় ?
কাছের মানুষ অন্যখানে ,
কেমন করে গড়ে সব -
পুরানোকে ভুলে নুতন করে ?
জীবনটা এক রঙ্গমঞ্চ ,
হেথায় করে সবাই অভিনয় ,
ভালোবাসার নামটি নিয়ে ;
মুখোশ পরে রায় |
অধিকার আর দাবী নিয়ে ,
তোলে শুধুই আলোড়ন ,
ভুলেও কেউ ভাবেনা কিছু ,
হারিয়ে যায় ভালোবাসার মান |
ভালোবাসার বিনিময়ে কষ্ট কেন দেয় ?
মুখের ভাষা , মনের কথায় -
এত ফারাক হয় ?
নন্দা
"ফিরে পেতে চাই"
( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
হারিয়ে যাওয়া স্মৃতিগুলি -
চাই যে ফিরে পেতে ,
হারিয়ে যাওয়া মানুষগুলি -
চাই যে কাছে পেতে |
স্মৃতির খাতায় অক্ষরগুলো -
পড়েছে ধুলোর তলে ,
ভাসছে যেন চোখের পরে ,
যাচ্ছে ধুয়ে চোখের জলে |
কেমন করে চলে যায় ?
কাছের মানুষ অন্যখানে ,
কেমন করে গড়ে সব -
পুরানোকে ভুলে নুতন করে ?
জীবনটা এক রঙ্গমঞ্চ ,
হেথায় করে সবাই অভিনয় ,
ভালোবাসার নামটি নিয়ে ;
মুখোশ পরে রায় |
অধিকার আর দাবী নিয়ে ,
তোলে শুধুই আলোড়ন ,
ভুলেও কেউ ভাবেনা কিছু ,
হারিয়ে যায় ভালোবাসার মান |
ভালোবাসার বিনিময়ে কষ্ট কেন দেয় ?
মুখের ভাষা , মনের কথায় -
এত ফারাক হয় ?
নন্দা
No comments:
Post a Comment