Monday, May 27, 2019

#অনুগল্পের ইভেন্ট#
বিষয় -ভূত

      নূতন বৌ বাড়িতে আসার পরে সমস্ত স্ত্রী আচার শেষ করে শ্বাশুড়ী বৌকে নিয়ে তার ঘরে পৌঁছে দিয়ে বললেন,
--বৌমা এবার তুমি একটু ফ্রেস হয়ে নাও।আমি এখন আসি।
শ্বাশুড়ী বেরিয়ে গেলেন।মধুমিতা একটা নাইটি হাতে করে সবে বাথরুমের দিকে পা বাড়িয়েছে হঠাৎ বয়স্ক এক ভদ্রমহিলা ভিতরে ঢুকে এলেন।মধুমিতা দেখেই তাকে বসতে বলে।কিন্তু তিনি না বসে মধুমিতার হাতে এক গয়নার বাক্স ধরিয়ে দিলেন।
--আমি তোমার ঠাকুমা।অনেকদিন এটা নিজের কাছে রেখেছি।এবার থেকে তুমি এটা সামালাও।এর ভিতর সোনার একটা মল আছে আর বড় একটা বিছে চেন আছে।এদুটি সবসময় পরে থাকবে।এবার আমি আসি।
  পরেরদিন মধুমিতা যখন এগুলি পরে সকলের সামনে যায় তখন সকলেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে।
 
  বছর পাঁচেক আগে লতিকাদেবী মারা যান।তার মৃত্যুর পর তন্নতন্ন করেও লতিকাদেবীর গয়নার বাক্স খুঁজে পাওয়া যায়নি আর।

শব্দ সংখ্যা 124 

No comments:

Post a Comment