Monday, May 13, 2019

ভাবতে ভাললাগে
      নন্দা মুখার্জী রায় চৌধুরী

তোকে ভাবতে ভাললাগে,
স্মৃতিগুলো হয় পুরাতন,
মানুষটা একই থাকে,
তোকে ভাবতে ভাললাগে।
সারাদিনের ক্লান্তি শেষে,
যখন ফিরি ঘরে,
শূন্য ঘরে তুই ই থাকিস,
দেখি তোকে বন্ধ চোখে,
তোকে ছুঁতে ইচ্ছা করে।
তোকে ভাবতে ভাললাগে।
আমার সকল চাওয়ায়-
তুই যে ছিলি,
ঝড়ো হাওয়ায় হারিয়ে গেলি,
দৃশ্যমানেই নেই যে শুধু,
আছিস হৃদয় জুড়ে।
সকল কাজেই দিস যে সাড়া,
নইকো আমি সঙ্গীহারা,
চেতন অবচেতনে থাকিস কাছে,
মিছেই ভাবি স্বপ্নহারা,
তোকে ভাবতে ভাললাগে।




No comments:

Post a Comment