আমি একা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মেঘলাদিনে উদাস মনে,
মনে পড়ে কত কথা,
স্মৃতির সাগরপারে একা,
ঝড়ের দাপটে খোলে খাতা।
সবকিছু কি আর ভুলে যাওয়া যায়?
সামনে এগিয়ে চলার বৃথা চেষ্টা!
শূন্যঘরে স্মৃতিরা থাকে জড়িয়ে,
তাদের কি কখনো উপরে ফেলা যায়?
মন মানেনা তবু পথ চেয়ে থাকা,
ফিরে তো আসবেনা আর জানি,
চেতন-অবচেতনে সেই মুখ স্মরি,
হাজার মানুষের মাঝে রয়ে গেলাম একা।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মেঘলাদিনে উদাস মনে,
মনে পড়ে কত কথা,
স্মৃতির সাগরপারে একা,
ঝড়ের দাপটে খোলে খাতা।
সবকিছু কি আর ভুলে যাওয়া যায়?
সামনে এগিয়ে চলার বৃথা চেষ্টা!
শূন্যঘরে স্মৃতিরা থাকে জড়িয়ে,
তাদের কি কখনো উপরে ফেলা যায়?
মন মানেনা তবু পথ চেয়ে থাকা,
ফিরে তো আসবেনা আর জানি,
চেতন-অবচেতনে সেই মুখ স্মরি,
হাজার মানুষের মাঝে রয়ে গেলাম একা।
No comments:
Post a Comment