Tuesday, May 7, 2019

কত কথায় অব্যক্ত থেকে যায়,
সুন্দর মুহূর্তগুলো স্মৃতির খাতায় জমা হয়।
জীবন এগিয়ে চলে ঝড়ের গতিতে,
তবুও সময় মাঝে মাঝে থমকে যায়।
চাওয়া-পাওয়ার হিসাবের ফল শূন্য!
স্মৃতিগুলো সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়।
বাঁচার তাগিদে জীবন এগিয়ে চলে,
এতোকিছু সত্বেও জীবনের ঘা টা থাকে দগদগে।
                                    মানবী 

No comments:

Post a Comment