Monday, May 27, 2019

#ইভেন্ট_সহজপাঠ_প্রথমপ্রেম

    প্রেম কথাটা খুবই ছোট।কিন্তু এর ব্যপ্তি বিশাল।প্রেম মানেই একটি নারী ও একটি পুরুষের মনের মিল নয়।প্রেমে পড়া যায় পশুপাখি,গাছপালা,প্রাকৃতিক সৌন্দর্য্য অনেককিছুর।সবথেকে ভালো প্রেমে পড়া যায় বই এর।
    #প্রথমপ্রেম বলতে যা বোঝায় আক্ষরিক অর্থে আমি কোনদিনও সেভাবে কোন পুরুষের প্রেমে পড়িনি।তবে একদম যে পরিনি তা কিন্তু নয়।বিয়ের পরে স্বামীর প্রেমে পড়েছি।
#কেন_প্রেম_করতে_ভয়_পেতাম।ছেলেবেলা থেকে গল্পের বই যেমন পড়তাম ঠিক তেমনই দিদিদের সাথে খুব সিনেমা দেখতেও যেতাম।ছবিতে যখন দেখতাম নায়ক,নায়িকার মধ্যে প্রেম হলেই কিছুটা সময় তাদের মধ্যে একটা ভাঙ্গন বা ভুল বুঝাবুঝি অবশ্যম্ভাবী।আর আমি মনেমনে ভাবতাম আমি যদি কারও প্রেমে পড়ি আমাকেও তো এইরূপ কষ্ট পেতে হবে।আবার কখনো ভাবতাম যাকে আমি ভালোবাসবো সে তো আমাকে ভালো নাও বাসতে পারে।আর সত্যিই সে আমাকে ভালোবাসে কিনা আমি কি করে বুঝবো?সে তো আমার সাথে বিট্রেও করতে পারে।না বাবা দরকার নেই আমার প্রেমে পড়ার।আরও ভাবতাম যদি কখনও প্রেমে পড়ি উত্তম কুমারের মত মানুষের প্রেমে পড়বো।সে আমার দিকে আড় চোখে তাকাবে,পিছন দিক থেকে এসে জড়িয়ে ধরবে।কিন্তু কোথায় পাবো আমি উত্তম কুমারের মত আমার প্রেমিক?তাই প্রেমে পড়া আড় হলনা।
#আমার_প্রেমে_কয়েকজনে_পড়েছে।স্কুল ও কলেজ জীবনে সমবয়সী বন্ধুরা প্রেম করতো।দেখতাম তাদের গল্পও শুনতাম।একদিন এক বন্ধু হঠাৎ আমাকে এক প্রেমপত্র দেয় কেউ একজন পাঠিয়েছে বলে।বাড়িতে ফেরার পথে ওটা হাতে পেয়ে ব্যাগে রেখে দিলাম।নিজের ঘরে ঢুকে দুরু দুরু বুকে জীবনের প্রথম প্রেমপত্র খুললাম।ও হরি!খুলে তো আমি থ।হাসবো নাকি কাঁদবো নাকি নিত্য করবো কিছুই বুঝতে পারছিনা।পেটে তখন ছুঁচো ডাকছে।তবুও আবার খুললাম আমার প্রথম প্রেমপত্র।তোমরা নিশ্চয় ভাবছো সেই প্রেমপত্রে কি লেখা ছিলো?হ্যাঁ বলছি শোনো তবে।মান্না দের একটা কিংবদন্তী গানের একলাইন বারবার লেখা ,"ওপারে তুমি রাধা এপারে আমি।মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।"এটাই আমার জীবনের প্রথম ও শেষ প্রেমপত্র।তবে আমি কিন্তু তার প্রেমে পরিনি।
#আর_একটা_প্রেম।একাদশ শ্রেণীতে পড়ি।কোএড কলেজ।আমার প্রতি আমার এক সহপাঠীর দুর্বলতা প্রকাশ পেলো।তারই বাবার কাছে আমরা বাংলা পড়তাম।ওই ছেলেটিও পড়তো।যখন ছেলেটির মনোভাব বুঝতে পারলাম সঙ্গে সঙ্গেই স্যারের কাছে নালিশ।বাড়িতে এসে দিদির কাছে সবিস্তারে বললাম।ব্যস সে কোচিং পরদিন থেকে বন্ধ হোল।
ছেলেবেলা থেকে বই এর সাথে আমার একটা অগাধ প্রেম।যে কোন ধরনের গল্পের বই আমার ভীষন প্রিয়।এই প্রেমে কোন কষ্ট নেই,বই আনন্দ দিতে পারবে ছাড়া কোনদিন প্রতারণা করবে না।নির্বিগ্নে সেই প্রথম থেকে আমি বই এর সাথেই প্রেম করে চলেছি।যতদিন বাঁচবো এই প্রেম থাকবে এ কথা আমি বলবো না।এই প্রেম ততদিন থাকবে যতদিন আমার চোখ ও মস্তিস্ক সচল থাকবে।
  (আমি কবিতা লিখতে খুব একটা ভালো পারিনা।এটা সবাই জানেন।কিন্তু যদি কিছু লিখি সেটা সাধারণত প্রেম বা বিরহের উপরেই হয়।যারা ভাবেন প্রেমের কবিতা লিখতে গেলে প্রেমে পড়তেই হয় তাদের ধারণা আমার মতে ঠিক না।লেখাটা সম্পূর্ণ অনুভূতির ব্যপার।গল্পে একটা খুনের কথা লিখতে গেলে লেখককেও যে একজন খুনি হতে হবে এটা মোটেই নয়।ঘটনাগুলো সবই আমার নিজের জীবনের ।  )


শব্দসংখ্যা 409
    

No comments:

Post a Comment