Tuesday, April 9, 2019

অধরা
নন্দা মুখার্জী রায় চৌধুরী

ভুল করে যদি ভুলে যাই
করে দিস ক্ষমা,
স্মৃতিগুলি যদি না পড়ে মনে
স্বপ্নে দিস দেখা।
বেঁচে থাকা মানে-অনেক আঘাত
কষ্টে জীবন কাটানো,
প্রতিনিয়ত সংসারে যুদ্ধ
সুখের খোঁজে বেড়ানো!
সুখ আর সুখের পাখি
খুঁজে ফিরি সদা
সুখ তো দেয়না ধরা,
আজীবন শুধু খুঁজে যাবো তাকে
জানি, তোর মত  সেও অধরা।

No comments:

Post a Comment