"পরাজয়" (নন্দা মুখার্জী )
********************** কি আসে যায় জীবনে ? .......
কি পেলাম বা না পেলাম, .................
তার হিসাব কোষে l ...
..
এই তো ভালো আছি, তোমাদের ভালোবেসে l জীবন আমার চলেছে এগিয়ে , .
মৃতুর কাছাকাছি ; .......
পিছনের কথা ভাববো ..
কেনো আর মিছামিছি ! তোমরা বলো বয়স বাড়ে ....
আমি বলি তা নয় l একটি বছর বাড়লো মানে , ....
........জীবনের স্বাদ একটি বছর কমে যায় l ...
হারিয়ে ফেলেছি বহু আপনজন, দেখবো- আরও বাচবো যতদিন, ...................... হারিয়ে যাচ্ছে আরও কতজন l ..
আমরা যে বড়ো অসহায় !! বিধাতার কাছে তাই মানিয়াছি পরাজয় l
********************** কি আসে যায় জীবনে ? .......
কি পেলাম বা না পেলাম, .................
তার হিসাব কোষে l ...
..
এই তো ভালো আছি, তোমাদের ভালোবেসে l জীবন আমার চলেছে এগিয়ে , .
মৃতুর কাছাকাছি ; .......
পিছনের কথা ভাববো ..
কেনো আর মিছামিছি ! তোমরা বলো বয়স বাড়ে ....
আমি বলি তা নয় l একটি বছর বাড়লো মানে , ....
........জীবনের স্বাদ একটি বছর কমে যায় l ...
হারিয়ে ফেলেছি বহু আপনজন, দেখবো- আরও বাচবো যতদিন, ...................... হারিয়ে যাচ্ছে আরও কতজন l ..
আমরা যে বড়ো অসহায় !! বিধাতার কাছে তাই মানিয়াছি পরাজয় l
No comments:
Post a Comment