*বাঁচার তাগিদে বাঁচা* (নন্দা মুখার্জী)
**********************************
তুমি চলে গেছো -
অনেক দূরে ,
যেখান থেকে কেউ আর ,
কোনোদিন ফিরতে পারে না ;
মাঝে মাঝে খুব কষ্ট হয় -
তবুও বেঁচে আছি ,
জীবন ও এগিয়ে চলেছে -
আস্তে আস্তে গন্ডিটা বড় হচ্ছে ,
তোমার হাতেই সাজানো -
তোমার ছোট্ট সংসার ,
এখন ধীরে ধীরে আরও বড়ো হয়েছে -
ছোট,ছোট ফুলের মতো ,
ছোট্ট মানুষগুলি হেসে-খেলে বেড়ায় ;
সেই কিছু সময়ের জন্য -
তোমার শুন্যতা বুঝি ভুলে যাই ,
যখন একা থাকি -
অনেক কিছু ভাবার মাঝে ,
একটা কথায় মনকে নাড়া দেয় বেশী ;
তুমি যখন আমার সাথে ছিলে -
ভাবতাম তোমাকে ছাড়া -
আমি এক মুহুত্ব বাঁচবো না ;
কিন্তু তোমাকে ছাড়ায় বেঁচে আছি -
হয়তো এই বাঁচাটা-বাঁচার তাগিদে -
আর হয়তো তোমার হাতে সাজানো ,
সংসার বিতানটা নষ্ট হবার ভয়ে /
নন্দা মুখাৰ্জী 27.6.16 7পাম.
No comments:
Post a Comment