*কঠিন অঙ্ক * (নন্দা মুখার্জী ) 22.6.16
"""""""""""""""""""""""""""""""""""""""
সন্ধ্যা তুমি এসেছো দ্বারে ,
তোমায় প্রদীপ জ্বেলে ;
বরণ কোরে নিলাম ,
নুতন সূর্য উঠবে যখন ,
হাসি মুখে বোলবো তোমায় ;
এবার তবে বিদায় জানালাম /
এমনি কোরেই সকলের জীবনে ,
আসে সন্ধ্যা ও সকাল ;
অন্ধকারেই ভীত যে মোরা ,
আলোর যে বড়ই আকাল /
যেমন কোরে সূর্য হাসে ,
ঐ পূব আকাশে ;
তেমন কোরেই যায় সে চলে ,
থাকি ভোরের আশে /
এমনি কোরেই জীবনের সব ,
করিনাতো হিসাব- আলো আর আঁধারের ;
আঁধার দেখেই ভয়ে মোরা ,
মিলাতে পারিনা অঙ্ক জীবনের /
জীবনটা বড়োই জটিল মোদের ,
কঠিন অঙ্কের মতো ;
একটুখানি ভুলের মাশুল ,
সারাজীবনে কোরে দেয় গভীর ক্ষত /
কেউবা সে আঘাত সারাতে পারে ,
ভালোবাসার বিনিময়ে ;
কারওবা চলতে হয় -
সারাজীবন অভিনয়ে /
হয়তোবা কেউ আঘাত পেয়ে ,
ধর্য্য ফেলে হারিয়ে ;
জীবনটাকেই শেষ কোরে দেয় ,
আঘাতের বিনিময়ে /
কিছু মানুষ আছে ,
প্রতিহিংসা পরায়ণ ;
আঘাতের বিনিময়ে-আঘাত দিয়ে ,
কোরে নেয় লিপ্সা সাধন /
আলো আর আঁধারের ,
প্রভেদ মোরা বুঝতে পারিনা আজও ;
তাই বুঝি মোরা-জীবনকে কোরে ফেলি ,
জটিল অঙ্কের মত /
(নন্দা ) 22.6.16
7PM.
"""""""""""""""""""""""""""""""""""""""
সন্ধ্যা তুমি এসেছো দ্বারে ,
তোমায় প্রদীপ জ্বেলে ;
বরণ কোরে নিলাম ,
নুতন সূর্য উঠবে যখন ,
হাসি মুখে বোলবো তোমায় ;
এবার তবে বিদায় জানালাম /
এমনি কোরেই সকলের জীবনে ,
আসে সন্ধ্যা ও সকাল ;
অন্ধকারেই ভীত যে মোরা ,
আলোর যে বড়ই আকাল /
যেমন কোরে সূর্য হাসে ,
ঐ পূব আকাশে ;
তেমন কোরেই যায় সে চলে ,
থাকি ভোরের আশে /
এমনি কোরেই জীবনের সব ,
করিনাতো হিসাব- আলো আর আঁধারের ;
আঁধার দেখেই ভয়ে মোরা ,
মিলাতে পারিনা অঙ্ক জীবনের /
জীবনটা বড়োই জটিল মোদের ,
কঠিন অঙ্কের মতো ;
একটুখানি ভুলের মাশুল ,
সারাজীবনে কোরে দেয় গভীর ক্ষত /
কেউবা সে আঘাত সারাতে পারে ,
ভালোবাসার বিনিময়ে ;
কারওবা চলতে হয় -
সারাজীবন অভিনয়ে /
হয়তোবা কেউ আঘাত পেয়ে ,
ধর্য্য ফেলে হারিয়ে ;
জীবনটাকেই শেষ কোরে দেয় ,
আঘাতের বিনিময়ে /
কিছু মানুষ আছে ,
প্রতিহিংসা পরায়ণ ;
আঘাতের বিনিময়ে-আঘাত দিয়ে ,
কোরে নেয় লিপ্সা সাধন /
আলো আর আঁধারের ,
প্রভেদ মোরা বুঝতে পারিনা আজও ;
তাই বুঝি মোরা-জীবনকে কোরে ফেলি ,
জটিল অঙ্কের মত /
(নন্দা ) 22.6.16
7PM.
No comments:
Post a Comment