...........*চোরাবালি*................. ----++++++++++++----++++++++.
ভালোবাসা ? সেতো চোরাবালি -
বুঝতে পারিনি আগে আমি -
ভালোবেসে গেছি- চোখ বন্ধ করে -
সম্পূর্ণ বিশ্বাস নিয়ে -
ভাবিনি কখনো আমি -
এ ভাবে দেবে ফাঁকি তুমি -
পুতুল খেলার মতো শুধু -
করেছো আমায় নিয়ে খেলা -
আমি হারিয়ে ফেলেছিলাম আমাকে -
তোমার বুকে খুজেছিলাম নিজেকে -
পাষাণ তুমি বুঝতে পারোনি-আমার ভালবাসা -
আমি যে রচেছিলাম তোমায় নিয়ে -
অনেক স্বপ্ন অনেক আশা -
এতদিন পরে দূর থেকে শুধু -
জানিয়ে দিলে আমায় -
আমায় তুমি কোনোদিন ভালোবাসো নি -
তবে কি ছিলো - এটা তোমার ছলনা ?
তবুও জানি ,আমায় তুমি -
ভুলতে কোনোদিন পারবে না /( নন্দা ) 4.4.16 1-10 AM.
ভালোবাসা ? সেতো চোরাবালি -
বুঝতে পারিনি আগে আমি -
ভালোবেসে গেছি- চোখ বন্ধ করে -
সম্পূর্ণ বিশ্বাস নিয়ে -
ভাবিনি কখনো আমি -
এ ভাবে দেবে ফাঁকি তুমি -
পুতুল খেলার মতো শুধু -
করেছো আমায় নিয়ে খেলা -
আমি হারিয়ে ফেলেছিলাম আমাকে -
তোমার বুকে খুজেছিলাম নিজেকে -
পাষাণ তুমি বুঝতে পারোনি-আমার ভালবাসা -
আমি যে রচেছিলাম তোমায় নিয়ে -
অনেক স্বপ্ন অনেক আশা -
এতদিন পরে দূর থেকে শুধু -
জানিয়ে দিলে আমায় -
আমায় তুমি কোনোদিন ভালোবাসো নি -
তবে কি ছিলো - এটা তোমার ছলনা ?
তবুও জানি ,আমায় তুমি -
ভুলতে কোনোদিন পারবে না /( নন্দা ) 4.4.16 1-10 AM.
No comments:
Post a Comment