Sunday, June 5, 2016

"জামাই ষষ্টির ফর্দ" ( নন্দা মুখার্জী )
************************************
" ওগো ,সকাল হোলো উঠে পরো -
যাও না একটু বাজারে -
জামাই ,মেয়ে আসবে আজ -
বাজারটা এনে দাও আমারে -
মেয়ে আমার ভালবাসে -
ইলিশ ভাপা খেতে -
জামাই নাকি বলেছে তাকে -
গলদা চিংড়ির মাথা ভাজা খাবে সে -
ভাবছি আমি কোরবো একটু -
মাগুর মাছের তেল -
বড় কাতলা দেখে এনো -
বেশী নয় ,দুই সের -
দই ,মিষ্টি এনো বুঝে শুনে -
বড়ো দেখে কাঠাল এনো একটি -
আম বেশী নয় ,মাত্র দু'তিন কিলো -
এ ছাড়াও পাঁচ থেকে সাত রকম -
ফল এনো মাত্র কয়েক কিলো -
ওই দেখো - আমি কেমন ভুলো -
রেয়াজী খাসী কিন্তু দু'কিলো -
পাঁচ রকম ভাজার জন্য -
তরকারী এনো বেশ কয়েক কিলো -
সামান্য এই কটা জিনিস আমার -
এনে দাওনা একটু তাড়াতাড়ি -
মেয়ে জামাই আসবে -
যে আজ আমার বাড়ি "/  ( নন্দা ) 4.6.16  11PM.

No comments:

Post a Comment