স্বপ্নগুলো সব হারিয়ে গেছে -
কালবৈশাখীর ঝড়ে -
ঘুমের মাঝে রাতের আঁধারে -
খুজি তাদের বারে বারে -
ঘন আবীরে রাঙ্গা হয়ে -
সন্ধ্যা যখন নামে -
অপেক্ষা কোরে থাকি -
কখন চোখ দু'টি মোর -
জড়িয়ে আসে ঘুমে -
ঘুমের মাঝে হারানো স্বপ্নগুলি -
যেনো নুতন কোরে খুজে পাই -
সেই স্বপ্নের নাবিক আমি -
এবার আমায় ছাড়ো ভাই -
তাইতো বন্ধু সকলকে আমি -
আজ জানালাম বিদায় /
*শুভ রাত্রি* (নন্দা মুখার্জী )
কালবৈশাখীর ঝড়ে -
ঘুমের মাঝে রাতের আঁধারে -
খুজি তাদের বারে বারে -
ঘন আবীরে রাঙ্গা হয়ে -
সন্ধ্যা যখন নামে -
অপেক্ষা কোরে থাকি -
কখন চোখ দু'টি মোর -
জড়িয়ে আসে ঘুমে -
ঘুমের মাঝে হারানো স্বপ্নগুলি -
যেনো নুতন কোরে খুজে পাই -
সেই স্বপ্নের নাবিক আমি -
এবার আমায় ছাড়ো ভাই -
তাইতো বন্ধু সকলকে আমি -
আজ জানালাম বিদায় /
*শুভ রাত্রি* (নন্দা মুখার্জী )
No comments:
Post a Comment