*আশা পূরণ * (নন্দা মুখার্জী ) 10.6.16
##########################
সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ,
আঁধার আসে দ্বারে ;
সবাই তখন নিজের ঘরে ,
সন্ধ্যা প্রদীপ জ্বালে /
রাতের শেষে ভোর ,
ঠিক যেমন কোরে আসে ,
অমাবস্যার পরেই চাঁদ ,
ঠিক তেমন করেই হাসে /
জীবন পথে চলতে গেলে ,
আসবে অনেক বাঁধা ,
ভয় পেয়োনা চলতে গেলে ,
পায়ে যদি বেধে কাঁটা /
সুখ ,দুঃখের মাঝ বরাবর ,
চলতে হয় সকলকে ;
আঁধার দেখে ভয় পাবে যে -
জীবন পথে পিছিয়ে পড়বে সে /
মনে শক্তি নিয়ে ,সাহস নিয়ে ,
সামনে শুধু এগিয়ে চলা ;
পায়ে যত বিধছে কাঁটা ,
বেড়িয়ে আসবেই তারা /
কপালে যা আছে লেখা ,
ঘটবে তা জানা কথা ;
এ সব ভেবে বসে থাকা ,
সময় নষ্ট করা অ-যথা /
চেষ্টা কোরে সকল কাজে ,
হতেই হবে সফল ;
মানুষের অমঙ্গল কোরবোনা কামন ;
তাতেই হবে ইচ্ছা পূরণ /
ইচ্ছাগুলো মনের মাঝে ,
যতন কোরে রাখি ,
সময় যেদিন আসবে আমার ,
দেবেনা তারা ফাঁকি /
বিবেকটাকে রাখতে হবে ,
সদাই জাগ্রত ;
মানুষ হোয়ে মানুষের সেবা ,
এটাই জীবনের হবে ব্রত /
ঈশ্বর আমার সামনে এসে ,
দেবেন না দেখা জানি ;
মানুষের মাঝেই পাবো তাঁকে -
এটাও আমি মানি / (নন্দা মুখার্জী )
10.6.16 8-30pm.
##########################
সন্ধ্যা যখন ঘনিয়ে আসে ,
আঁধার আসে দ্বারে ;
সবাই তখন নিজের ঘরে ,
সন্ধ্যা প্রদীপ জ্বালে /
রাতের শেষে ভোর ,
ঠিক যেমন কোরে আসে ,
অমাবস্যার পরেই চাঁদ ,
ঠিক তেমন করেই হাসে /
জীবন পথে চলতে গেলে ,
আসবে অনেক বাঁধা ,
ভয় পেয়োনা চলতে গেলে ,
পায়ে যদি বেধে কাঁটা /
সুখ ,দুঃখের মাঝ বরাবর ,
চলতে হয় সকলকে ;
আঁধার দেখে ভয় পাবে যে -
জীবন পথে পিছিয়ে পড়বে সে /
মনে শক্তি নিয়ে ,সাহস নিয়ে ,
সামনে শুধু এগিয়ে চলা ;
পায়ে যত বিধছে কাঁটা ,
বেড়িয়ে আসবেই তারা /
কপালে যা আছে লেখা ,
ঘটবে তা জানা কথা ;
এ সব ভেবে বসে থাকা ,
সময় নষ্ট করা অ-যথা /
চেষ্টা কোরে সকল কাজে ,
হতেই হবে সফল ;
মানুষের অমঙ্গল কোরবোনা কামন ;
তাতেই হবে ইচ্ছা পূরণ /
ইচ্ছাগুলো মনের মাঝে ,
যতন কোরে রাখি ,
সময় যেদিন আসবে আমার ,
দেবেনা তারা ফাঁকি /
বিবেকটাকে রাখতে হবে ,
সদাই জাগ্রত ;
মানুষ হোয়ে মানুষের সেবা ,
এটাই জীবনের হবে ব্রত /
ঈশ্বর আমার সামনে এসে ,
দেবেন না দেখা জানি ;
মানুষের মাঝেই পাবো তাঁকে -
এটাও আমি মানি / (নন্দা মুখার্জী )
10.6.16 8-30pm.
No comments:
Post a Comment