*নারী জীবনের স্বার্থকতা* ( নন্দা মুখার্জী ) 9.6.16
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কন্যা তুমি,বধূ তুমি,তুমিই মা জননী -
সংসারের লক্ষ্মী তুমি,শক্তির আধার তুমি -
তুমিই ভুবন মোহিনী -
তবুও তোমার নেই কোনো অধিকার -
সংসারে কোনো কথা বলবার -
সকাল থেকে রাত-অক্লান্ত পরিশ্রম -
তবুও তোমার সংসারে, নেই কোনো দাম -
যদি তুমি হও রোজগেরে -
অফিস যেতে হবে সকল কাজ সেরে -
অফিসেও নেই তোমার কোনো নিস্তার -
সুন্দরী হলে পরে সমস্যার আরও বিস্তার -
চারিপাশের কু-নজর এড়িয়ে -
ক্লান্ত চরণে যখন আসো ঘরে -
সামান্য ভুল ভ্রান্তিতেই -
বাড়ির লোকে তোমারই সাথে ঝগড়া করে -
নারী-তোমার নিজের নেই কোনো পরিচয় -
যখন তুমি বাপের ঘরে -
বাপের পদবী নিয়েই বড় হলে -
অজানা,অচেনা একটি মানুষের সাথে -
এলে যখন স্বামীর ঘরে -
তার পদবীটিই দিলে জুড়ে -
তোমার নিজের নামের পরে -
যতই করো নারী তুমি বিশ্বজয় -
রোজগার করো তুমি অনেক টাকা -
তোমার কিন্তু নিজের কিছুই নয় -
তোমার জীবন কিন্তু শুধুই ফাঁকা -
ছেলে যখন তোমার হবে বড়ো -
"অমুকের মা"-বলে পরিচিতি হবে তোমার -
যতই তুমি স্বাধীন মনের মানুষ হও না কেনো -
সারাজীবন থাকবে তুমি পরাধীন -
তোমার নেই কোনো ছুটি -
সারাজীবন তুমি শুধু দিতে এসেছো -
তোমার কষ্ট,তোমার দুঃখ সব তোমার নিজের -
আমরণ তুমি শুধু দেবে -
আর অন্যেরা শুধু তা শুষে নেবে -
রাস্তাঘাটে,অফিস-আদালতে সর্বত্র তুমি অবলেলিতা-
প্রতিবাদ করলে রাতের অন্ধকারে -
মানুষরূপি কুকুরগুলো তোমায় ছিড়ে খাবে -
শুধু তোমার জীবনের স্বার্থকতা এক জায়গাতে -
তোমার সন্তানের মুখে "মা" ডাক শোনাতে /
( নন্দা মুখার্জী ) 9.6.16 12-20AM.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কন্যা তুমি,বধূ তুমি,তুমিই মা জননী -
সংসারের লক্ষ্মী তুমি,শক্তির আধার তুমি -
তুমিই ভুবন মোহিনী -
তবুও তোমার নেই কোনো অধিকার -
সংসারে কোনো কথা বলবার -
সকাল থেকে রাত-অক্লান্ত পরিশ্রম -
তবুও তোমার সংসারে, নেই কোনো দাম -
যদি তুমি হও রোজগেরে -
অফিস যেতে হবে সকল কাজ সেরে -
অফিসেও নেই তোমার কোনো নিস্তার -
সুন্দরী হলে পরে সমস্যার আরও বিস্তার -
চারিপাশের কু-নজর এড়িয়ে -
ক্লান্ত চরণে যখন আসো ঘরে -
সামান্য ভুল ভ্রান্তিতেই -
বাড়ির লোকে তোমারই সাথে ঝগড়া করে -
নারী-তোমার নিজের নেই কোনো পরিচয় -
যখন তুমি বাপের ঘরে -
বাপের পদবী নিয়েই বড় হলে -
অজানা,অচেনা একটি মানুষের সাথে -
এলে যখন স্বামীর ঘরে -
তার পদবীটিই দিলে জুড়ে -
তোমার নিজের নামের পরে -
যতই করো নারী তুমি বিশ্বজয় -
রোজগার করো তুমি অনেক টাকা -
তোমার কিন্তু নিজের কিছুই নয় -
তোমার জীবন কিন্তু শুধুই ফাঁকা -
ছেলে যখন তোমার হবে বড়ো -
"অমুকের মা"-বলে পরিচিতি হবে তোমার -
যতই তুমি স্বাধীন মনের মানুষ হও না কেনো -
সারাজীবন থাকবে তুমি পরাধীন -
তোমার নেই কোনো ছুটি -
সারাজীবন তুমি শুধু দিতে এসেছো -
তোমার কষ্ট,তোমার দুঃখ সব তোমার নিজের -
আমরণ তুমি শুধু দেবে -
আর অন্যেরা শুধু তা শুষে নেবে -
রাস্তাঘাটে,অফিস-আদালতে সর্বত্র তুমি অবলেলিতা-
প্রতিবাদ করলে রাতের অন্ধকারে -
মানুষরূপি কুকুরগুলো তোমায় ছিড়ে খাবে -
শুধু তোমার জীবনের স্বার্থকতা এক জায়গাতে -
তোমার সন্তানের মুখে "মা" ডাক শোনাতে /
( নন্দা মুখার্জী ) 9.6.16 12-20AM.
No comments:
Post a Comment