*রংহীন জীবন* (নন্দা মুখার্জী ) 7.6.16
*************************************
জম্ম থেকে জ্বলছি মাগো -
কোনদিনও নাওনি কোলে -
এবার মাগো নাও আমাকে -
তোমার বুকের পরে -
জম্ম দিয়েই পালিয়ে গেলে -
আর না ফিরে এলে -
অবহেলা ,অনাদর পেয়েই আমি -
শিশুকাল আর কৈশোর কাটিয়ে -
এলেম যৌবন দ্বারে -
আর তো মাগো পারিনা সইতে -
এবার তুলে নাও আমারে -
রাস্তার অমানুষগুলো আড়চোখে তাকায় -
আমার বেচে থাকায় দায় -
ঝুপড়ির ভিতর থাকি মোরা সব -
আমার ই মত তারাও অসহায় -
যে মাসির কাছে ছেড়ে গিয়েছিলে -
সেও চলে গেছে চিরতরে -
স্বপন মাঝে তোমায় খুজি -
তোমায় যে আমি চিনিনা -
বেচে থেকেও মরে আছি -
আমায় কি তুমি নেবে না ?
মাসির কাছেই শুনেছি গল্প -
বাপের আমার নেই কোনো পরিচয় -
রাস্তার ওই অমানুষগুলো -
দিয়েছিলো জম্ম আমার -
তুমিও হয়তো জানতে পারোনি -
কি আমার পরিচয় -
শুধু তিলে তিলে আমায় বড় করেছিলে -
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে -
তখনই যদি মেরে ফেলতে আমায় -
এতো কষ্ট আর সইতে হোতনা বোধহয় -
তাইতো আমি চাইনা মাগো -
আমারই মত অসহায় ,
কাউকে দেখাতে আলো -
যদি তুমি আমায় ঠায় দিতে মা -
যেথায় তুমি আছ -
এটাই হোত আমার জীবনে-
সব থেকে ভালো / (নন্দা ) 7.6.16 10.20pm.
*************************************
জম্ম থেকে জ্বলছি মাগো -
কোনদিনও নাওনি কোলে -
এবার মাগো নাও আমাকে -
তোমার বুকের পরে -
জম্ম দিয়েই পালিয়ে গেলে -
আর না ফিরে এলে -
অবহেলা ,অনাদর পেয়েই আমি -
শিশুকাল আর কৈশোর কাটিয়ে -
এলেম যৌবন দ্বারে -
আর তো মাগো পারিনা সইতে -
এবার তুলে নাও আমারে -
রাস্তার অমানুষগুলো আড়চোখে তাকায় -
আমার বেচে থাকায় দায় -
ঝুপড়ির ভিতর থাকি মোরা সব -
আমার ই মত তারাও অসহায় -
যে মাসির কাছে ছেড়ে গিয়েছিলে -
সেও চলে গেছে চিরতরে -
স্বপন মাঝে তোমায় খুজি -
তোমায় যে আমি চিনিনা -
বেচে থেকেও মরে আছি -
আমায় কি তুমি নেবে না ?
মাসির কাছেই শুনেছি গল্প -
বাপের আমার নেই কোনো পরিচয় -
রাস্তার ওই অমানুষগুলো -
দিয়েছিলো জম্ম আমার -
তুমিও হয়তো জানতে পারোনি -
কি আমার পরিচয় -
শুধু তিলে তিলে আমায় বড় করেছিলে -
দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে -
তখনই যদি মেরে ফেলতে আমায় -
এতো কষ্ট আর সইতে হোতনা বোধহয় -
তাইতো আমি চাইনা মাগো -
আমারই মত অসহায় ,
কাউকে দেখাতে আলো -
যদি তুমি আমায় ঠায় দিতে মা -
যেথায় তুমি আছ -
এটাই হোত আমার জীবনে-
সব থেকে ভালো / (নন্দা ) 7.6.16 10.20pm.
No comments:
Post a Comment