*প্রতীক্ষায়* (নন্দা মুখার্জী )
*********************** আজ খুব মনে পড়ছে, কোথায় তুমি ? চারিপাশ শুধু অন্ধকারে ছাওয়া- কোথাও কেউ নেই, শুধু একরাশ হাহাকার আর বেদনা l আজ আমি বড্ড একা l অন্ধকারের ভিতর ও খুজছি দুটি চোখ , সে তোমার l হাত দুটিও একটু এগিয়েই রেখেছি , যাতে ধরতে তোমার সুবিধা হয় l এই হাত দুটি ই একদিন সরিয়ে নিয়েছিলাম- তোমার হাতের মধ্য থেকে, কি ভুল ই না সেদিন করেছিলাম, আমি ক্লান্ত, অবসন্ন, আর পারছি না- তুমি এসো, আমার হাত ধরো- একদিন যে প্রত্যাখান করেছিলাম, তুমি বেকার বলে - চায়না আমি আর্থিক সুখ, আমি শুধু তোমাকে চাই, তোমার সানিধ্য চাই, ভালবাসা চাই,
তুমি এসো- খুব তাড়াতাড়িই এসো l
সময় যে আমার ফুড়িয়ে এসেছে ,
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমি, মেয়াদ মাত্র ছয় মাস l
হয়তো, আগেও চলে যেতে পারি শুধু একবার মাত্র দেখতে চাই, তুমি এসো, খুব তাড়াতাড়ি ই এসো l
*********************** আজ খুব মনে পড়ছে, কোথায় তুমি ? চারিপাশ শুধু অন্ধকারে ছাওয়া- কোথাও কেউ নেই, শুধু একরাশ হাহাকার আর বেদনা l আজ আমি বড্ড একা l অন্ধকারের ভিতর ও খুজছি দুটি চোখ , সে তোমার l হাত দুটিও একটু এগিয়েই রেখেছি , যাতে ধরতে তোমার সুবিধা হয় l এই হাত দুটি ই একদিন সরিয়ে নিয়েছিলাম- তোমার হাতের মধ্য থেকে, কি ভুল ই না সেদিন করেছিলাম, আমি ক্লান্ত, অবসন্ন, আর পারছি না- তুমি এসো, আমার হাত ধরো- একদিন যে প্রত্যাখান করেছিলাম, তুমি বেকার বলে - চায়না আমি আর্থিক সুখ, আমি শুধু তোমাকে চাই, তোমার সানিধ্য চাই, ভালবাসা চাই,
তুমি এসো- খুব তাড়াতাড়িই এসো l
সময় যে আমার ফুড়িয়ে এসেছে ,
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আমি, মেয়াদ মাত্র ছয় মাস l
হয়তো, আগেও চলে যেতে পারি শুধু একবার মাত্র দেখতে চাই, তুমি এসো, খুব তাড়াতাড়ি ই এসো l
No comments:
Post a Comment