শেষ চিঠি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কেমন আছো?
অনেকদিন হল,আমাদের ছেড়ে-
দূরে চলে গেছো!
বহুদিন তোমায় দেখিনা,
আমি তো এভাবে অভ্যস্ত নই,
ফিরে এসো কোন শিশুর বেশে।
তবেই পাবো আমি শান্তি!
আপনমনে অবোধ শিশুটির সনে-
বলবো না বলা সব কথা।
মন যে আমার কেবলই বলে,
আসবে তুমি আবার এই ঘরে,
এই পরিবারের কোন শিশু হয়ে।
সেই অপেক্ষাতেই তো বেঁচে থাকা।
তোমার ছেলেমেয়ের কোলে কোলে ঘুরবে,
পূনরায় তারা তোমায় বাবা বলে ডাকবে।
কত সাধ অপূর্ণ রেখে গেলে,
একবার শুধু ফিরে এসে দেখে যাও-
সবকিছু কেমন গুছিয়ে নিয়েছি,
খুব ভরসা ছিলো যে তোমার,
দেখে যাও অমর্যাদা করিনি তার।
মেয়ে তোমার সুখি আছে।
কত চিন্তা ছিলো ছেলেকে নিয়ে তোমার,
সে এখন ইন্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে।
আমি জানি তোমার আশীর্বাদের হাত-
তার মাথার উপর আছে।
আর ভেবোনা,ওর জীবন ও ঠিক গড়ে নেবে।
শুধু তুমি ফিরে এসো কোন এক শিশুবেশে।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কেমন আছো?
অনেকদিন হল,আমাদের ছেড়ে-
দূরে চলে গেছো!
বহুদিন তোমায় দেখিনা,
আমি তো এভাবে অভ্যস্ত নই,
ফিরে এসো কোন শিশুর বেশে।
তবেই পাবো আমি শান্তি!
আপনমনে অবোধ শিশুটির সনে-
বলবো না বলা সব কথা।
মন যে আমার কেবলই বলে,
আসবে তুমি আবার এই ঘরে,
এই পরিবারের কোন শিশু হয়ে।
সেই অপেক্ষাতেই তো বেঁচে থাকা।
তোমার ছেলেমেয়ের কোলে কোলে ঘুরবে,
পূনরায় তারা তোমায় বাবা বলে ডাকবে।
কত সাধ অপূর্ণ রেখে গেলে,
একবার শুধু ফিরে এসে দেখে যাও-
সবকিছু কেমন গুছিয়ে নিয়েছি,
খুব ভরসা ছিলো যে তোমার,
দেখে যাও অমর্যাদা করিনি তার।
মেয়ে তোমার সুখি আছে।
কত চিন্তা ছিলো ছেলেকে নিয়ে তোমার,
সে এখন ইন্জিনিয়ারিং এ ভর্তি হয়েছে।
আমি জানি তোমার আশীর্বাদের হাত-
তার মাথার উপর আছে।
আর ভেবোনা,ওর জীবন ও ঠিক গড়ে নেবে।
শুধু তুমি ফিরে এসো কোন এক শিশুবেশে।
No comments:
Post a Comment