অনিচ্ছায়
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মায়াবী রাতের স্বপ্নগুলো,
হারালো অন্ধকারে-
ফাগুন দিনের ভালোবাসা,
ডুবলো বুঝি ঝড়ে।
হেথায় হোথায় খুঁজি তারে,
যে ছিলো আমার পাশে;
হাতটি ছেড়ে পালালো কোথায়?
কাছে ছিলো যে ভালোবেসে।
পরশ তার আজও পাই আমি,
ভুলবো তারে কেমন করে?
আসেনা আর সেই রাত ফিরে-
তার কথায় পড়ে মনে বারেবারে।
আমি পাগলিনী তার বিরহে,
সেতো ফিরবেনা আর;
বিধাতার লিখনে ছেড়েছে আমায়,
দোষ কিছু নেই তার।
# নন্দা 17-8-18 1-40 AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মায়াবী রাতের স্বপ্নগুলো,
হারালো অন্ধকারে-
ফাগুন দিনের ভালোবাসা,
ডুবলো বুঝি ঝড়ে।
হেথায় হোথায় খুঁজি তারে,
যে ছিলো আমার পাশে;
হাতটি ছেড়ে পালালো কোথায়?
কাছে ছিলো যে ভালোবেসে।
পরশ তার আজও পাই আমি,
ভুলবো তারে কেমন করে?
আসেনা আর সেই রাত ফিরে-
তার কথায় পড়ে মনে বারেবারে।
আমি পাগলিনী তার বিরহে,
সেতো ফিরবেনা আর;
বিধাতার লিখনে ছেড়েছে আমায়,
দোষ কিছু নেই তার।
# নন্দা 17-8-18 1-40 AM
No comments:
Post a Comment