আপনমনে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আজ রাতে তারাদের মাঝে,
খুঁজবো তোমায় আমি,
দেখতে তোমায় পাবো কি ?
জানেন শুধুই অন্তর্যামী।
বদ্ধঘরে অন্ধকারে-
একলা আমি বসে,
জানলা দিয়ে ঢুকলো ঘরে,
জোনাকি কিছু এসে।
জোনাকির আলোয় আলোকিত ঘর,
সে আলো পৌঁছায়না মনে,
তারাদের মাঝে ডুবে আমি,
খুঁজি তোমায় সঙ্গোপনে।
# নন্দা 12-8-19
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আজ রাতে তারাদের মাঝে,
খুঁজবো তোমায় আমি,
দেখতে তোমায় পাবো কি ?
জানেন শুধুই অন্তর্যামী।
বদ্ধঘরে অন্ধকারে-
একলা আমি বসে,
জানলা দিয়ে ঢুকলো ঘরে,
জোনাকি কিছু এসে।
জোনাকির আলোয় আলোকিত ঘর,
সে আলো পৌঁছায়না মনে,
তারাদের মাঝে ডুবে আমি,
খুঁজি তোমায় সঙ্গোপনে।
# নন্দা 12-8-19
No comments:
Post a Comment