একটি মালা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কতদিন পরে দেখলাম তোমায়,
ঠিক সেই আগের মতই আছো,
হাসিটা আছে আজও অমলিন।
কাছে থাকতে কোনদিনই বুঝিনি-
কতটা ভালবেসেছি তোমায়,
দূরে সরে গিয়ে বুঝতে শেখালে।
কতবার বলতে চেয়েছো মনের কথা,
আমি হেসেই উড়িয়ে দিয়েছি প্রতিবার।
তোমার অনুপস্থিতিই আমায় বুঝিয়েছিলো,
তুমি আমার কে?
লতা দিয়ে শিউলির মালা গেঁথে-
শরতের সকালে আমায় পরিয়ে
দিয়েছিলে,
খুব রেগে মালাটা ছিড়ে ফেলেছিলাম,
একটুও রাগ না করে বলেছিলে,
"একদিন আমার হাতে মালা পরার জন্য
তুই ব্যাকুল হবি!"
তারপরই হঠাৎ নিরুদ্দেশ-
আজ চাইছি তোমার হাতে পরতে ফুলমালা,
দেবে কি? ওই হাতে আমায় পরিয়ে-
একটি রজনীগন্ধার মালা।
# নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
কতদিন পরে দেখলাম তোমায়,
ঠিক সেই আগের মতই আছো,
হাসিটা আছে আজও অমলিন।
কাছে থাকতে কোনদিনই বুঝিনি-
কতটা ভালবেসেছি তোমায়,
দূরে সরে গিয়ে বুঝতে শেখালে।
কতবার বলতে চেয়েছো মনের কথা,
আমি হেসেই উড়িয়ে দিয়েছি প্রতিবার।
তোমার অনুপস্থিতিই আমায় বুঝিয়েছিলো,
তুমি আমার কে?
লতা দিয়ে শিউলির মালা গেঁথে-
শরতের সকালে আমায় পরিয়ে
দিয়েছিলে,
খুব রেগে মালাটা ছিড়ে ফেলেছিলাম,
একটুও রাগ না করে বলেছিলে,
"একদিন আমার হাতে মালা পরার জন্য
তুই ব্যাকুল হবি!"
তারপরই হঠাৎ নিরুদ্দেশ-
আজ চাইছি তোমার হাতে পরতে ফুলমালা,
দেবে কি? ওই হাতে আমায় পরিয়ে-
একটি রজনীগন্ধার মালা।
# নন্দা
No comments:
Post a Comment