উর্দেশ্য এক
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পথের ধারে ফুঁটে থাকে,
নাম হারা কত ফুল,
দেবতার চরন পায়না তারা,
তারাও কি করেছে ভুল?
জীবনের প্রতি পাতায় পাতায়,
হিসাবের ফল শূ্ন্য,
দুস্থের সেবা করলে পরে-
হয় কি কিছু পুণ্য?
নদী ছুটে চলে সমুদ্র পথে,
পথ যে তাদের ভিন্ন,
মানবের স্বপ্ন ভালোভাবে বাঁচা,
কিছু পাপ কিছু পুণ্য।
#নন্দা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পথের ধারে ফুঁটে থাকে,
নাম হারা কত ফুল,
দেবতার চরন পায়না তারা,
তারাও কি করেছে ভুল?
জীবনের প্রতি পাতায় পাতায়,
হিসাবের ফল শূ্ন্য,
দুস্থের সেবা করলে পরে-
হয় কি কিছু পুণ্য?
নদী ছুটে চলে সমুদ্র পথে,
পথ যে তাদের ভিন্ন,
মানবের স্বপ্ন ভালোভাবে বাঁচা,
কিছু পাপ কিছু পুণ্য।
#নন্দা
No comments:
Post a Comment