Tuesday, August 28, 2018

ভুগতে হবে
        নন্দা মুখার্জী রায় চৌধুরী

কত কতদিন চলে গেলো,
ফিরে তো এলেনা আর,
তোমার ব্যথায় কাঁদে হৃদয়,
জীবনে আসে না ভোর।

তোমাকে ছাড়ায় এগিয়ে চলেছি,
সাথে আছে সন্তানেরা,
মনের মাঝে শুধুই হাহাকার,
অভাগা সব আমরা।

এ প্রতীক্ষা হবেনা শেষ-
সময়ের সাথে জীবনও এগোবে,
স্মৃতিরা সব জমাট বাঁধা,
সারাজীবন আমাদের ভোগাবে। 

No comments:

Post a Comment